ঘুরে আসুন চাঁদপুরের পদ্মার চর

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১০ মার্চ ২০১৮

ঢাকা থেকে নদীপথে মাত্র সাড়ে তিন ঘণ্টার পথ চাঁদপুর। তাই কম সময়ে, কম খরচে ঘুরে আসতে পারেন চাঁদপুরের পদ্মার চর থেকে। চরটি ঘুরে এসে লিখেছেন রিফাত কান্তি সেন-

চাঁদপুর বড়স্টেশন মোলহেড থেকে কয়েক মিনিটের নদীপথ পদ্মার চর। বছরে ছয় মাস যেখানে চর জেগে থাকে। বিশেষ করে শীত মৌসুমে এবং গ্রীষ্মের আগ পর্যন্ত চরের সৌন্দর্য মন কাড়ে সবার। বিশেষ করে নতুন করে জেগে ওঠা পদ্মার চর। অনেকে এ চরকে আখ্যায়িত করেন ‘মিনি কক্সবাজার’ হিসেবে। বিশাল জলরাশির ছোট ছোট ঢেউ আর বালুকাময় বিস্তীর্ণ চরের সৌন্দর্য উপভোগ করতে অনেকেই আসেন এখানে।

padma

পদ্মার চর ঘুরতে আসা মাতৃপীঠ গার্লস সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাসুদুর রহমান বলেন, ‘স্থানটি দেখতে পুরো কক্সবাজারের মতো। এখানে এসে আমরা খুব আনন্দ করেছি। স্থানটি চাঁদপুরের পর্যটন শিল্পে নতুন এক মাত্রা যুক্ত হবে। বর্তমানে অনেকে চরটিকে পিকনিক স্পট হিসেবেও ব্যবহার করেন।’

padma

সাংবাদিক রাশেদ শাহারিয়ার পলাশ বলেন, ‘পদ্মার চর পর্যটন শিল্পের বিকাশে একটি সম্ভাবনাময় স্থান। এখানে পর্যটন মৌসুমে অনেকেই ঘুরতে আসেন। অনেকটা ‘মিনি কক্সবাজারে’র মতোই বলতে পারেন। ছোট ছোট ঢেউ আছড়ে পড়ে বালুকাময় চরটিতে।’

padma

কীভাবে যাবেন
ঢাকা থেকে নদীপথে লঞ্চে চাঁদপুর যাবেন। চাঁদপুর মাদ্রাসা ঘাটে নেমে যেতে হবে বড় স্টেশন মোলহেড। সেখান থেকে ভাড়ায় চালিত ট্রলারে চেপে যেতে পারবেন পদ্মার চরে। ইচ্ছে করলে রিজার্ভ ট্রলার নিয়েও যেতে পারেন।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।