পাবনায় সুচিত্রা সেনের বাড়ি

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬ পিএম, ১৭ অক্টোবর ২০১৭

পাবনা শহরের গোপালপুর এলাকার হেমসাগর লেনে রয়েছে সুচিত্রা সেনের বাড়ি। বাড়িটি এখন ‘সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা’ হিসেবে পরিচিত। এ বছরের ৬ এপ্রিল দর্শনার্থীদের খুলে দেওয়া হয়েছে বাড়িটি। পাবনা জেলা প্রশাসন বাড়িটির দেখভাল করছে।

বৈশিষ্ট্য
বাড়ির মূল ফটক দিয়ে ঢুকে বিরাট উঠান পার হয়ে সিঁড়িবারান্দা। তারপর মূল ঘরগুলো। ঘরের দেয়ালজুড়ে ছোট–বড় ফ্রেমে বাঁধানো মহানায়িকার ছবি। যাতে ফুটে উঠেছে তাঁর শৈশব-কৈশোরের স্মৃতি। দেয়ালে রয়েছে নানা কথার ফেস্টুন। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে সুচিত্রা সেন অভিনীত সিনেমার গান।

pabna

টিকিট
প্রধান ফটকে গিয়ে ১০ টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিট দেখিয়ে প্রবেশ করতে পারবেন ভেতরে।

pabna

খোলা
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঘুরতে পারবেন সবাই।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।