সাধারণ জ্ঞান : পুঁথি ও লোকসাহিত্য


প্রকাশিত: ০৫:০১ এএম, ১৭ মে ২০১৬

পুঁথি ও লোকসাহিত্যকে বাংলা সাহিত্যের শেকড়সন্ধানী সাহিত্য বলা হয়। লোকসাহিত্য চর্চা ও সংরক্ষণের জন্য ফোকলোর সোসাইটিও গঠিত হয়েছে। পুঁথি ও লোকসাহিত্যের যা কিছু সৃষ্টি, তা এখনো অমর হয়ে আছে। তাই পুঁথি ও লোকসাহিত্য নিয়ে আজকের আয়োজন।

১. প্রশ্ন : বাংলা সাহিত্যের শেকড়সন্ধানী সাহিত্য কী?
উত্তর : লোকসাহিত্য।

২. প্রশ্ন : লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কী?
উত্তর : ছড়া ও ধাঁধা।

৩. প্রশ্ন : Folklore society এর কাজ কী?
উত্তর : লোকসাহিত্য চর্চা ও সংরক্ষণ।

৪. প্রশ্ন : মহুয়া পালা কোন কাহিনি নিয়ে রচিত?
উত্তর : বেদের এক অপূর্ব সুন্দরী কন্যা মহুয়ার সাথে বামনকান্দার জমিদার ব্রাহ্মণ যুবক নদের চাঁদের প্রণয়কাহিনি।

৫. প্রশ্ন : মৈয়মনসিংহ গীতিকার অন্তর্গত উল্লেখযোগ্য গীতিকাগুলো কী কী?
উত্তর : মহুয়া, চন্দ্রাবতী, কাজল রেখা, দেওয়ানা মদিনা প্রভৃতি।

৬. প্রশ্ন : দেওয়ানা মদিনা পালাটির রচয়িতা কে?
উত্তর : মনসুর বয়াতি।

৭. প্রশ্ন : বাংলাদেশ থেকে সংগৃহিত লোক গীতিকা কয়ভাগে বিভক্ত ও কী কী?
উত্তর : ৩ ভাগে। যথা- নাথ-গীতিকা, মৈয়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা।

৮. প্রশ্ন : মৈয়মনসিংহ গীতিকা বিশ্বের কয়টি ভাষায় অনুদিত হয়েছে?
উত্তর : ২৩টি।

৯. প্রশ্ন : মৈয়মনসিংহ গীতিকার রচয়িতা কে?
উত্তর : ড. দীনেশচন্দ্র সেন।

১০. প্রশ্ন : মৈয়মনসিংহ গীতিকা কত সালে প্রথম প্রকাশিত হয়?
উত্তর : ১৯২৩ সালে।

১১. প্রশ্ন : শায়ের কারা?
উত্তর : পুঁথি সাহিত্যের রচয়িতাদের শায়ের বলা হয়।

১২. প্রশ্ন : পুঁথি সাহিত্যের প্রথম সার্থক রচয়িতা কে?
উত্তর : ফকির গরীবুল্লাহ।

১৩. প্রশ্ন : উল্লেখযোগ্য শায়েরের নাম কী?
উত্তর : ফকির গরীবুল্লাহ, সৈয়দ হামজা, মালে মুহম্মদ, আয়েজুদ্দিন, মুহম্মদ মুনশী, দানেশ প্রমুখ।

১৪. প্রশ্ন : পুঁথি সাহিত্যে কোন কোন ভাষার সংমিশ্রণ ঘটেছে?
উত্তর : আরবি, ফার্সি, বাংলা, হিন্দি, তুর্কি প্রভৃতি।

১৫. প্রশ্ন : গাজীকালু ও চম্পাবতী কোন ধরনের সাহিত্য?
উত্তর : পুঁথি সাহিত্য।

১৬. প্রশ্ন : পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে ছিলেন?
উত্তর : ফকির আবদুল্লাহ।

১৭. প্রশ্ন : ফকির আবদুল্লাহর শ্রেষ্ঠ কবি প্রতিভা কোন গ্রন্থে বিধৃত?
উত্তর : ইউসুফ-জুলেখা।

১৮. প্রশ্ন : প্রণয়োপাখ্যান জাতীয় উল্লেখযোগ্য পুঁথি সাহিত্য কী কী?
উত্তর : ইউসুফ-জুলেখা, সয়ফুলমূলক-বদিউজ্জামান, লায়লী-মজনু, গুলে-বকাওলী।

১৯. প্রশ্ন : যুদ্ধ সম্পর্কিত উল্লেখযোগ্য পুঁথি সাহিত্য কী কী?
উত্তর : জঙ্গনামা, আমীর হামজা, সোনাভান, কারবালার যুদ্ধ ইত্যাদি।

২০. প্রশ্ন : পীর পাঁচালী বিষয়ক উল্লেখযোগ্য পুঁথি সাহিত্য কী কী?
উত্তর : গাজীকালু-চম্পাবতী, সত্য পীরের পুঁথি ইত্যাদি।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।