সাধারণ জ্ঞান : স্কুল পর্যায়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষা- শেষ পর্ব


প্রকাশিত: ০৬:৪২ এএম, ১৫ মে ২০১৬

১৩ মে অনুষ্ঠিত হয়ে গেলো ১৩তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের পরীক্ষা। অনেকেই শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার আশায় এ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পরীক্ষায় তাদের দেয়া প্রশ্নগুলোর সমাধান নিয়েই আজকের আয়োজন। আজ প্রকাশ হচ্ছে বাংলা সাহিত্য ও ব্যাকরণ অংশ।

১. প্রশ্ন : ‘আরেক ফাল্গুন’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : জহির রায়হান।

২. প্রশ্ন : যে বানান শুদ্ধ-
উত্তর : পোশাক, বিভীষিকা।

৩. প্রশ্ন : কোন বিরাম চিহ্নের বিরতি কাল নেই?
উত্তর : হাইফেন।

৪. প্রশ্ন : আলালী বা হুতোমি ভাষা বলা হয় কোনটিকে?
উত্তর : চলিত ভাষা।

৫. প্রশ্ন : দুহিতার বিপরীত শব্দ কোনটি?
উত্তর : পুত্র।

৬. প্রশ্ন : Autonomous শব্দের অর্থ?
উত্তর : স্বায়ত্তশাসিত।

৭. প্রশ্ন : জায়া শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর : অর্ধাঙ্গী।

৮. প্রশ্ন : ‘চতুষ্পদ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর : চতুঃ+পদ।

৯. প্রশ্ন : সিংহপুরুষ কোন সমাস?
উত্তর : উপমিত কর্মধারয়।

১০. প্রশ্ন : মানব শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
উত্তর : মনু+ষ্ণ।

১১. প্রশ্ন : যে উপকারীর অপকার করে?
উত্তর : কৃতঘ্ন।

১২. প্রশ্ন : ‘পাপে বিরত থাকো’- কোন কারকে কোন বিভক্তি?
উত্তর : অপাদান কারকে সপ্তমী বিভক্তি।

১৩. প্রশ্ন : Edition শব্দের অর্থ-
উত্তর : সংস্করণ।

১৪. প্রশ্ন : রাত্রি শব্দের সমার্থক নয়-
উত্তর : ভানু।

১৫. প্রশ্ন : পূর্বে ছিল এখন নেই- বাক্য সংকোচন কোনটি?
উত্তর : ভূতপূর্ব।

১৬. প্রশ্ন : ‘কেতাদুরস্ত’ বাগধারার অর্থ কী?
উত্তর : পরিপাটি।

১৭. প্রশ্ন : সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
উত্তর : ধ্বনিতত্ত্বে।

১৮. প্রশ্ন : বাংলা ভাষায় যতি চিহ্ণের প্রচলন করেন কে?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

১৯. প্রশ্ন : ‘মহিমা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
উত্তর : মহৎ+ইমন।

২০. প্রশ্ন : আবির্ভাব এর বিপরীত শব্দ কোনটি?
উত্তর : তিরোভাব।

২১. প্রশ্ন : দহরম মহরমের বিপরীত বাগধারা কোনটি?
উত্তর : অহিনকুল।

২২. প্রশ্ন : শুদ্ধ বানান যেটি-
উত্তর : ন্যূনতম।

২৩. প্রশ্ন : সৌম্য শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তর : উগ্র।

২৪. প্রশ্ন : ‘ডাক্তার ডাক’- কোন কারকে কোন বিভক্তি?
উত্তর : কর্ম কারকে শূন্য বিভক্তি।

২৫. প্রশ্ন : মৌমাছি কোন সমাস?
উত্তর : কর্মধারয় সমাস।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।