সাধারণ জ্ঞান : বিখ্যাত বাংলা নাটক- শেষ পর্ব


প্রকাশিত: ০৫:১৪ এএম, ১০ মে ২০১৬

নাটক মূলত দৃশ্যকাব্য। এটি বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ শাখা। শিক্ষা বা চাকরি সংক্রান্ত প্রতিটি পরীক্ষাতেই নাটক সম্পর্কিত প্রশ্ন এসে থাকে। তাই আজ বিখ্যাত কিছু বাংলা নাটক নিয়ে জাগো জবসের শেষ পর্বের এই বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : আনিস চৌধুরীর দু’টি নাটকের নাম কী?
উত্তর : মানচিত্র (১৩৭০), অ্যালবাম (১৯৬৫)।

২. প্রশ্ন : আকবর উদ্দিনের কয়েকটি নাটকের নাম-
উত্তর : সিন্ধু বিজয় (১৯৩০), নাদির শাহ (১৯৩২), মুজাহিদ, আজান (১৯৪৩), সুলতান মাহমুদ (১৯৫৪)।

৩. প্রশ্ন : আশকার ইবনে শাইখের আলোচিত নাটকগুলো-
উত্তর : বিরোধ, অনেক তারার হাতছানি, প্রচ্ছদপট, বিদ্রোহী পদ্মা, পদক্ষেপ, দুরন্ত ঢেউ, অগ্নিগিরি, প্রতীক্ষা, অনুবর্তন, এপার- ওপার, বিলবাওরের ঢেউ, রক্তপথ, তিতুমীর, লালন ফকির।

৪. প্রশ্ন : আ ন ম বজলুর রশীদের নাটক-
উত্তর : ঝড়ের পাখি (১৯৫৯), যা হতে পারে (১৯৬২), উত্তর ফাল্গুনি (১৯৬৪), সংযুক্ত (১৯৬৫), শিল্প ও শৈলী, সুর ও ছন্দ (১৯৬৭), রূপান্তর (১৯৭০), উত্তরণ (১৯৬৯)।

৫. প্রশ্ন : আলী মনসুরের দু’টি নাটক-
উত্তর : পোড়াবাড়ী ও দুর্ণিবার।

৬. প্রশ্ন : আবদুল্লাহ আল মামুনের বিখ্যাত নাটকগুলো-
উত্তর : সুবচন নির্বাসনে, এখন দুঃসময়, এবার ধরা দাও, শপথ, সেনাপতি, ক্রস রোডে ক্রসফায়ার, অরক্ষিত মতিঝিল, চারিদিকে যুদ্ধ, শাহজাদীর কালো নেকাব, আয়নায় বন্ধুর মুখ, কোকিলারা, তোমারই, এখনও ক্রীতদাস।

৭. প্রশ্ন : ইব্রাহিম খাঁর নাটক-
উত্তর : আনোয়ার পাশা (১৩৩৭), কামাল পাশা (১৩৩৪), কাফেলা (১৩৫৭), ঋণ পরিশোধ (১৯৫৫), ওমর ফারুক।

৮. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের নাটক-
উত্তর : আলেয়া (১৯৩১), পুতুলের বিয়ে, ঝিলিমিলি (১৯৩০), মধুমালা (১৯৫১)।

৯. প্রশ্ন : জসীমউদদীনের নাটক-
উত্তর : বেদের মেয়ে (১৯৫১), পল্লীবধূ (১৯৫৬), মধুমালা (১৯৫১)।

১০. প্রশ্ন : নীলিমা ইব্রাহিমের নাটক-
উত্তর : রোদ্রোজ্জ্বল বিকেলে, শাহী এলাকার পথে পথে, রমনা পার্কে।

১১. প্রশ্ন : নুরুল মোমেনের নাটক-
উত্তর : হিং টিং ছট (১৯৭০), আইনের অন্তরালে (১৯৬৭), যদি এমন হতো (১৯৬০), শতকরা আশি (১৯৬৭), নয়া খান্দান (১৯৬২), যেমন ইচ্ছা তেমন (১৯৭০), রূপান্তর (১৯৪৭), আলোছায়া (১৯৬২), নেমেসিস (১৯৪৮)।

১২. প্রশ্ন : মুনীর চৌধুরীর নাটক-
উত্তর : কবর (১৯৬৬), চিঠি (১৯৬৬), দণ্ডকারণ্য (১৯৬৬), পলাশী ব্যারাক ও অন্যান্য।

১৩. প্রশ্ন : মামুনুর রশীদের নাটক-
উত্তর : স্বপ্নের শহর, সুপ্রভাত ঢাকা, গিনিপিগ, ইবলিশ, সময় অসময়, সমতট, ইতি আমার বোন, ওরা কদম আলী, ওরা আছে বলেই, এখানে নোঙ্গর।

১৪. প্রশ্ন : শাহাদাৎ হোসেনের নাটক-
উত্তর : সরফরাজ খাঁ (১২৩৬), আনারকলি (১৯৪৫)।

১৫. প্রশ্ন : শওকত ওসমানের নাটক-
উত্তর : আমলার মামলা (১৯৫২), তস্কর ও লস্কর (১৯৪৪), কাঁকরমনি (১৯৫২), ডাক্তার আবদুল্লাহর কারখানা (১৯৭৩), বাগদাদের কবি।

১৬. প্রশ্ন : সিকান্দার আবু জাফরের নাটক-
উত্তর : মহাকবি আলাওল (১৯৬৫), সিরাজ-উদ-দৌলা (১৯৬৫), শকুন্তলা উপাখ্যান( ১৯৫৮)।

১৭. প্রশ্ন : হুমায়ূন আহমেদের কয়েকটি নাটক-
উঃ এইসব দিনরাত্রি, বহুব্রীহি, অয়োময়।

১৮. প্রশ্ন : সৈয়দ ওয়ালী উল্লাহর নাটক-
উত্তর : বহ্নিপীর (১৯৬০), তরঙ্গভঙ্গ (১৯৬৫), উজানে মৃত্যু।

১৯. প্রশ্ন : ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের নাটক-
উত্তর : সাবিত্রী (১৯০২), কুমারী (১৮৯৯), আলীবাবা (১৮৯৭), জুলিয়াস, প্রমোদরঞ্জন, প্রেমাঞ্জলী বভ্রবাহন, কিন্নরী, প্রতাপাদিত্য, রঘুবীর।

২০. প্রশ্ন : সেলিম আল দীনের নাটক-
উত্তর : ভাঙ্গনের শব্দ শোনা যায়, আয়না, মোন্তাসির ফ্যান্টাসী, কীর্তণখোলা, হাত হদাই, চাঁকা।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।