আজকের সাধারণ জ্ঞান : ০৫ এপ্রিল ২০১৬


প্রকাশিত: ০৪:৩৯ এএম, ০৫ এপ্রিল ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
উত্তর : ১১টি।
 
২. প্রশ্ন : ‘তৎসম’ শব্দের ব্যাবহার কোন রীতিতে বেশি হয়?
উত্তর : সাধু রীতিতে।
 
৩. প্রশ্ন : বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
উত্তর : রাজা রামমোহন রায়।
 
৪. প্রশ্ন : ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর : সাত সাগরের মাঝি।
 
৫. প্রশ্ন : প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?
উত্তর : শাহ মুহাম্মদ সগীর।

৬. প্রশ্ন : ‘চাচা কাহিনী’র লেখক কে?
উত্তর : সৈয়দ মুজতবা আলী।
 
৭. প্রশ্ন : মুসলমান নারী জাগরণের কবি কে?
উত্তর : বেগম রোকেয়া।
 
৮. প্রশ্ন : ‘শ্রীকৃষ্ণকীর্তণের’ রচয়িতা কে?
উত্তর : বড়ু চণ্ডীদাস।
 
৯. প্রশ্ন : বাংলা কথ্যভাষার আদি গ্রন্থ কোনটি?
উত্তর : কৃপা শাস্ত্রের অর্থভেদ।
 
১০. প্রশ্ন : কবি আলাওলের জন্মস্থান কোথায়?
উত্তর : ফতেহাবাদ পরগনা।
 
১১. প্রশ্ন : ‘অনল-প্রবাহ’ রচনা করেন কে?
উত্তর : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।
 
১২. প্রশ্ন : ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
উত্তর : প্রলয়োল্লাস।
 
১৩. প্রশ্ন : বাংলা সাহিত্যে কথ্যরীতি প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
উত্তর : সবুজপত্র।
 
১৪. প্রশ্ন : ‘জনৈক’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ কর।
উত্তর : জন+এক।
 
১৫. প্রশ্ন : বাক্যের গুণ তিনটি কী কী?
উত্তর : আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা।
 
১৬. প্রশ্ন : ‘একাত্তরের চিঠি’ কোন জাতীয় রচনা?
উত্তর : মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন।
 
১৭. প্রশ্ন : বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৫৫ খ্রিস্টাব্দ।
 
১৮. প্রশ্ন : সনেট কবিতার প্রবর্তক কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
 
১৯. প্রশ্ন : সমাস ভাষাকে কী করে?
উত্তর : সংক্ষেপ করে।

২০. প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?
উত্তর : ১৯২১ সালে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।