সাধারণ জ্ঞান : বাংলাদেশের সংবাদ সংস্থা- ১ম পর্ব


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ০৩ অক্টোবর ২০১৬

তথ্যপ্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে বেড়ে গেছে সংবাদ সংস্থার গুরুত্ব। ঘটেছে তার শ্রেণি বিন্যাস। বেতার থেকে এফএম, টিভি থেকে মোবাইল টিভি, সংবাদপত্র থেকে অনলাইন। বেড়েছে পাঠক বা দর্শকের চাহিদাও। তাই ‘বাংলাদেশের সংবাদ সংস্থা’ নিয়ে আজকের আয়োজনের ১ম পর্ব-

১. প্রশ্ন : বাংলাদেশ বেতার স্থাপন করা হয় কবে?
উত্তর : ১৬ ডিসেম্বর ১৯৩৯।

২. প্রশ্ন : বাংলাদেশ বেতারে প্রচারিত প্রথম নাটক কোনটি?
উত্তর : কাঠ ঠোকরা।

৩. প্রশ্ন : বাংলাদেশ বেতারের প্রথম নাট্যকার কে?
উত্তর : বুদ্ধদেব বসু।

৪. প্রশ্ন : কুমিল্লা বেতার কেন্দ্রের কার্যক্রম কবে শুরু হয়?
উত্তর : ১৩ জুন ২০০৯।

৫. প্রশ্ন : বাংলাদেশ বেতারের স্টেশন সংখ্যা কতটি?
উত্তর : ১৩টি।

৬. প্রশ্ন : বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সর্বোচ্চ ক্ষমতা কত?
উত্তর : ১১৭০ কিলোহার্টজ।

৭. প্রশ্ন : বাংলাদেশের প্রথম বেসরকারি রেডিও চ্যানেলের নাম কী?
উত্তর : রেডিও মেট্রোওয়েভ।

৮. প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয় কবে?
উত্তর : ২৫ ডিসেম্বর ১৯৬৪।

৯. প্রশ্ন : রামপুরা টিভি ভবনের নকশা প্রস্তুত করেন কে?
উত্তর : সুইডেনের পিটার সেলসিং এবং বাংলাদেশের মাহবুবুল হক।

১০. প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশনের প্রথম প্রচারিত নাটক কোনটি?
উত্তর : একতলা দোতলা।

১১. প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক কবে প্রচার হয়?
উত্তর : ১৯৬৫ সালের ফেব্রুয়ারি মাসে।

১২. প্রশ্ন : বাংলাদেশে রঙিন টিভি চালু হয় কবে?
উত্তর : ১ ডিসেম্বর ১৯৮০।

১৩. প্রশ্ন : প্রথম বেসরকারি চ্যানেল কোনটি?
উত্তর : একুশে টিভি বা ইটিভি।

১৪. প্রশ্ন : প্রথম সংবাদ ভিত্তিক চ্যানেল কোনটি?
উত্তর : এনটিভি।

১৫. প্রশ্ন : তৎকালীন সমগ্র পাকিস্তানের প্রথম রঙিন ছবি কোনটি?
উত্তর : সঙ্গম।

১৬. প্রশ্ন : ‘সঙ্গম’ ছবির নির্মাতা কে?
উত্তর : জহির রায়হান।

১৭. প্রশ্ন : বাংলার প্রথম মুসলিম চিত্রাভিনেত্রী কে?
উত্তর : বনানী চোধুরী।

১৮. প্রশ্ন : প্রথম মুসলিম চলচ্চিত্রকারের নাম কী?
উত্তর : কাজী নজরুল ইসলাম।

১৯. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম কী?
উত্তর : ধ্রুব।

২০. প্রশ্ন : ‘ধ্রুব’ চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তর : কাজী নজরুল ইসলাম।

এসইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।