সাধারণ জ্ঞান : বিসিএস প্রস্তুতি- ২য় পর্ব


প্রকাশিত: ০৮:২০ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) অধীনে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা নিয়োগের জন্য অনুষ্ঠিত হয় বিসিএস পরীক্ষা। এর প্রথম ধাপটি হলো ১০০ নম্বরের প্রিলিমিনারি বা বাছাই পরীক্ষা। যার প্রশ্নগুলো হয় এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন। তাই বিসিএস’র প্রস্তুতি নিয়ে আজকের আয়োজনের ২য় পর্ব-

১. প্রশ্ন : ভুটানের রাজধানী কী?
উত্তর : থিম্পু।

২. প্রশ্ন : পেরুর রাজধানী-
উত্তর : লিমা।

৩. প্রশ্ন : চিলির রাজধানী কী?
উত্তর : সান্টিয়াগো।

৪. প্রশ্ন : পোল্যান্ডের রাজধানী-
উত্তর : ওয়ারস।

৫. প্রশ্ন : বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ সংস্থার নাম কী?
উত্তর : বিডিনিউজ২৪.কম।

৬. প্রশ্ন : দেশের দ্বিতীয় মেরিন একাডেমি কোথায়?
উত্তর : পাবনা।

৭. প্রশ্ন : বাংলাদেশে আন্তর্জাতিক নদী কয়টি?
উত্তর : ৫৭টি।

৮. প্রশ্ন : বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কখন?
উত্তর : ১৯৯৭ সালে।

৯. প্রশ্ন : কোন অঞ্চলকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়?
উত্তর : চট্টগ্রাম।

১০. প্রশ্ন : ভ্যাট দিবস কবে?
উত্তর : ১০ জুলাই।

১১. প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি?
উত্তর : চলন বিল।

১২. প্রশ্ন : বাংলাদেশের সাথে ভারত ও মায়ানমারের সংযোগ রয়েছে কোথায়?
উত্তর : রাঙ্গামাটি।

১৩. প্রশ্ন : পদ্মা নদীর অপর নাম কী?
উত্তর : কীর্তিনাশা।

১৪. প্রশ্ন : বাংলাদেশের প্রথম মোবাইল হাসপাতালের নাম কী?
উত্তর : জীবন তরী।

১৫. প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি?
উত্তর : তিতাস।

১৬. প্রশ্ন : KAFCO কোথায় অবস্থিত?
উত্তর : চট্টগ্রাম।

১৭. প্রশ্ন : বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের সংযোগ নেই?
উত্তর : বান্দারবান।

১৮. প্রশ্ন : আদিনাথ মন্দির কোথায় অবস্থিত?
উত্তর : মহেশখালী।

১৯. প্রশ্ন : বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত মাইল?
উত্তর : ৪৪৫ মাইল।

২০. প্রশ্ন : দক্ষিণ তালপট্টি দ্বীপ কখন তলিয়ে যায়?
উত্তর : ২০১০ সালে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।