সাধারণ জ্ঞান : জাতিসংঘ ও অঙ্গসংগঠন- ২য় পর্ব
যেকোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অপরিহার্য। তাই চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য বিভিন্ন প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান। আজ ‘জাতিসংঘ ও অঙ্গসংগঠন’ নিয়ে আজকের আয়োজনের ২য় পর্ব-
১. প্রশ্ন : নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ কী কী?
উত্তর : এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, পূর্ব ইউরোপ এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য।
২. প্রশ্ন : এশিয়ার কয়টি দেশ নিরাপত্তা পরিষদের সদস্য?
উত্তর : ২টি।
৩. প্রশ্ন : আফ্রিকার কয়টি দেশ নিরাপত্তা পরিষদের সদস্য?
উত্তর : ২টি।
৪. প্রশ্ন : ল্যাটিন আমেরিকার কয়টি দেশ নিরাপত্তা পরিষদের সদস্য?
উত্তর : ২টি।
৫. প্রশ্ন : পূর্ব ইউরোপের কয়টি দেশ নিরাপত্তা পরিষদের সদস্য?
উত্তর : ২টি।
৬. প্রশ্ন : পশ্চিম ইউরোপ ও অন্যান্য কয়টি দেশ নিরাপত্তা পরিষদের সদস্য?
উত্তর : ২টি।
৭. প্রশ্ন : কোন কোন দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?
উত্তর : যুক্তরাষ্ট্র, বৃটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন।
৮. প্রশ্ন : জাতিসংঘ পরিবার বলা হয়-
উত্তর : অর্থনৈতিক ও সামাজিক পরিষদকে।
৯. প্রশ্ন : অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বর্তমান সদস্য কত?
উত্তর : ৫৪টি।
১০. প্রশ্ন : অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য রাষ্ট্রের মেয়াদ কত বছর?
উত্তর : ০৩ বছর।
১১. প্রশ্ন : প্রতি বছর অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কতটি দেশ অবসর গ্রহণ করে?
উত্তর : ১৮টি দেশ।
১২. প্রশ্ন : প্রতি বছর অর্থনৈতিক ও সামাজিক পরিষদে কতটি দেশ অন্তর্ভূক্ত হয়?
উত্তর : ১৮টি দেশ।
১৩. প্রশ্ন : অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বছরে কতবার অধিবেশনে বসে?
উত্তর : ২ বার।
১৪. প্রশ্ন : অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কোথায় অধিবেশনে বসে?
উত্তর : জেনেভায়।
১৫. প্রশ্ন : অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কতটি আঞ্চলিক কমিটি আছে?
উত্তর : ৫টি।
১৬. প্রশ্ন : ESCAP- এর পূর্ণরূপ কী?
উত্তর : Economic and Social Commission for Asia and Pacific.
১৭. প্রশ্ন : ESCAP- এর সদর দফতর কোথায়?
উত্তর : ব্যাংকক।
১৮. প্রশ্ন : ESCAP- এর প্রতিষ্ঠাকাল কত?
উত্তর : ১৯৪৭ সাল।
১৯. প্রশ্ন : ECA- এর পূর্ণরূপ কী?
উত্তর : Economic Commission For Africa.
২০. প্রশ্ন : ECA- এর সদর দফতর কোথায়?
উত্তর : আদ্দিস-আবাবা।
এসইউ/এবিএস