সাধারণ জ্ঞান : ধাতব ও অধাতব রসায়ন- ২য় পর্ব


প্রকাশিত: ১২:৪২ পিএম, ২৯ আগস্ট ২০১৬

যেকোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অপরিহার্য। তাই চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য বিগত বছরের বিভিন্ন প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান। আজ ‘ধাতব ও অধাতব রসায়ন’ নিয়ে আজকের আয়োজনের ২য় পর্ব-

১. প্রশ্ন : মাটির রং লালচে হলে তাতে কীসের পরিমাণ বেশি হয়?
উত্তর : আয়রনের পরিমাণ।

২. প্রশ্ন : কালোসোনা কাকে বলে?
উত্তর : ম্যাগনেটাইট, জিরকন, মোহনাজইট প্রভৃতির সমন্বয়ে তৈরি সোনার ন্যায় মূল্যবান খনিজকে।

৩. প্রশ্ন : টেস্টিং সল্টের রাসায়নিক নাম কী?
উত্তর : মনো সোডিয়াম গ্লুটামেট।

৪. প্রশ্ন : সোডিয়াম ও ক্লোরিন কী?
উত্তর : খাদ্য লবণের রাসায়নিক উপাদান।

৫. প্রশ্ন : লিথিয়াম কী?
উত্তর : সবচেয়ে হালকা ধাতু।

৬. প্রশ্ন : ওসমিয়াম কী?
উত্তর : সবচেয়ে ঘন ধাতু।

৭. প্রশ্ন : সাধারণ তাপমাত্রার তরল ধাতু কী?
উত্তর : পারদ।

৮. প্রশ্ন : সাধারণ তাপামাত্রার তরল অধাতু কী?
উত্তর : ব্রোমিন।

৯. প্রশ্ন : সাপের বিষে কী থাকে।
উত্তর :  জিঙ্ক।

১০. প্রশ্ন : পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কী?
উত্তর : প্লাটিনাম।

১১. প্রশ্ন : সবচেয়ে তাড়াতাড়ি কী ক্ষয়প্রাপ্ত হয়?
উত্তর : দস্তা।
 
১২. প্রশ্ন : আয়নার পশ্চাতে কী ব্যবহৃত হয়?
উত্তর : পারদ।

১৩. প্রশ্ন : সর্বাধিক বিদ্যুৎ পরিবাহী ধাতু কী?
উত্তর : কপার বা তামা।

১৪. প্রশ্ন : ১৪ ক্যারেট স্বর্ণকে কী বলা হয়।
উত্তর : বিশুদ্ধ স্বর্ণ।

১৫. প্রশ্ন : পৃথিবী তৈরির প্রধান উপাদান কী?
উত্তর : সিলিকন।

১৬. প্রশ্ন : কী করলে শব্দ হয় না?
উত্তর : এন্টিমনি আঘাত করলে।

১৭. প্রশ্ন : লাইম ওয়াটার বা চুনের পানি কাকে বলে?
উত্তর : ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইডের পরিষ্কার পানির দ্রবণকে।

১৮. প্রশ্ন : এসবেসটস কী?
উত্তর : অগ্নিনিরোধক খনিজ পদার্থ।

১৯. প্রশ্ন : সীসার গলনাঙ্ক কেমন?
উত্তর : সবচেয়ে কম।

২০. প্রশ্ন : পানি অপেক্ষা সোনা কত গুণ ভারি?
উত্তর : ১৯ গুণ ভারি।

এসইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।