সাধারণ জ্ঞান : আন্তর্জাতিক প্রণালী- শেষ পর্ব


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৭ আগস্ট ২০১৬

সারা বিশ্বের কাছে আন্তর্জাতিক প্রণালীসমূহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন পরীক্ষায় প্রণালী সংক্রান্ত প্রশ্ন এসে থাকে। তাই ‘আন্তর্জাতিক প্রণালী’ নিয়ে আজকের আয়োজনের শেষ পর্ব-

১. প্রশ্ন : ফ্রান্স ও ব্রিটেনকে পৃথক করেছে-
উত্তর : ডোভার প্রণালী।

২. প্রশ্ন : ইংলিশ চ্যানেল ও উত্তর সাগরকে সংযুক্ত করেছে-
উত্তর : ডোভার প্রণালী।

৩. প্রশ্ন : ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত?
উত্তর : ৫৪৬ কিলোমিটার।

৪. প্রশ্ন : ফ্রান্স (প্যারিস) ও ব্রিটেনকে (লন্ডন) পৃথক করেছে-
উত্তর : ইংলিশ চ্যানেল।

৫. প্রশ্ন : আটলান্টিক মহাসাগর ও উত্তর সাগরকে সংযুক্ত করেছে-
উত্তর : ইংলিশ চ্যানেল।

৬. প্রশ্ন : টেমস টানেল কোথায়?
উত্তর : টেমস নদীর তলদেশে নির্মিত।

৭. প্রশ্ন : টেমস নদী কোথায়?
উত্তর : লন্ডনে।

৮. প্রশ্ন : রদারহাইদ ও ওয়াপিং অঞ্চলকে সংযুক্ত করেছে-
উত্তর : টেমস টানেল।

৯. প্রশ্ন : ইতালি ও সিসিলিকে পৃথক করেছে-
উত্তর : মেসিনা প্রণালী।

১০. প্রশ্ন : অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে পৃথক করেছে-
উত্তর : কুক প্রণালী।    

১১. প্রশ্ন : তাসমান সাগর ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে-
উত্তর : কুক প্রণালী।

১২. প্রশ্ন : গ্রিস ও এশিয়া মাইনরকে পৃথক করেছে-
উত্তর : ইজিয়ান সাগর।

১৩. প্রশ্ন : এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে-     
উত্তর : বাবেল মান্দেব প্রণালী।     

১৪. প্রশ্ন : এডেন উপসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে-
উত্তর : বাবেল মান্দেব প্রণালী।     

১৫. প্রশ্ন : এডেন উপসাগরের অপর নাম কী?
উত্তর : আরব সাগর।

১৬. প্রশ্ন : রাশিয়া ও শাখালিন দ্বীপপুঞ্জকে পৃথক করেছে-         
উত্তর : তাতার প্রণালী।     

১৭. প্রশ্ন : জাপান সাগর ও ওখটস্ক সাগরকে সংযুক্ত করেছে-
উত্তর : তাতার প্রণালী।

১৮. প্রশ্ন : ফ্লোরিডা প্রণালী কোন কোন সাগরকে সংযুক্ত করেছে-
উত্তর : মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগর।

১৯. প্রশ্ন : পেরেলিজ দ্বীপের অপর নাম কী?
উত্তর : লায়লা দ্বীপ।

২০. প্রশ্ন : কোন প্রণালী নিয়ে ওমান ও ইরানের মধ্যে বিরোধ চলছে?
উত্তর : হরমুজ প্রণালী।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।