সাধারণ জ্ঞান : বিভিন্ন বিষয়ের জনক- শেষ পর্ব


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ২৩ আগস্ট ২০১৬

যেকোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অপরিহার্য। তাই চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য বিগত বছরের বিভিন্ন প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান। আজ ‘বিভিন্ন বিষয়ের জনক’ নিয়ে আজকের আয়োজনের শেষ পর্ব-

১. প্রশ্ন : বীজ গণিতের জনক কে?
উত্তর : আল-খাওয়ারিজমি।

২. প্রশ্ন : বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?
উত্তর : চার্লস ডারউইন।

৩. প্রশ্ন : সনেটের জনক কে?
উত্তর : পের্ত্রাক।

৪. প্রশ্ন : সামাজিক বিবর্তনবাদের জনক কে?
উত্তর : হার্বাট স্পেন্সর।

৫. প্রশ্ন : বাংলা সনেটের জনক কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।

৬. প্রশ্ন : ইংরেজি কবিতার জনক কে?
উত্তর : থিউফ্রেচসার।

৭. প্রশ্ন : বাংলা মুক্তক ছন্দের জনক কে?
উত্তর : কাজী নজরুল ইসলাম।

৮. প্রশ্ন : বাংলা চলচ্চিত্রের জনক কে?
উত্তর : হীরালাল সেন।

৯. প্রশ্ন : বাংলা গদ্য ছন্দের জনক কে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

১০. প্রশ্ন : আধুনিক রসায়নের জনক কে?
উত্তর : জন ডালটন।

১১. প্রশ্ন : আধুনিক গণতন্ত্রের জনক কে?
উত্তর : জন লক।

১২. প্রশ্ন : আধুনিক বিজ্ঞানের জনক কে?
উত্তর : রাজার বেকন।

১৩. প্রশ্ন : শ্রেণিকরণ বিদ্যার জনক কে?
উত্তর : ক্যারোলাস লিনিয়াস।

১৪. প্রশ্ন : আধুনিক ল্যাপটপের জনক কে?
উত্তর : বিল মোগারিজ।

১৫. প্রশ্ন : সার্চ ইঞ্জিনের জনক কে?
উত্তর : এলান এমটাজ।

১৬. প্রশ্ন : টুইটারের জনক কে?
উত্তর : জ্যাক ডোরসেই।

১৭. প্রশ্ন : ই-বুকের জনক কে?
উত্তর : মাইকেল এস হার্ট।

১৮. প্রশ্ন : মোবাইল ফোনের জনক কে?
উত্তর : মার্টিন কুপার।

১৯. প্রশ্ন : ফেসবুকের জনক কে?
উত্তর : মার্ক জুকারবার্গ।

২০. প্রশ্ন : ডিজিটাল ক্যামেরার জনক কে?
উত্তর : স্টিভেন জে সিসোন।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।