সাধারণ জ্ঞান : বিভিন্ন বিষয়ের জনক- ১ম পর্ব


প্রকাশিত: ১১:০৭ এএম, ২১ আগস্ট ২০১৬

যেকোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অপরিহার্য। তাই চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য বিগত বছরের বিভিন্ন প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান। আজ ‘বিভিন্ন বিষয়ের জনক’ নিয়ে আজকের আয়োজনের ১ম পর্ব-

১. প্রশ্ন : অর্থনীতির জনক কে?
উত্তর : অ্যাডাম স্মিথ।

২. প্রশ্ন : আধুনিক অর্থনীতির জনক কে?
উত্তর : পল স্যামুয়েলসন।

৩. প্রশ্ন : আধুনিক গণতন্ত্রের জনক কে?
উত্তর : জন লক।

৪. প্রশ্ন : আধুনিক জোতির্বিজ্ঞানের জনক কে?
উত্তর : কোপার্নিকাস।

৫. প্রশ্ন : আধুনিক মনোবিজ্ঞানের জনক কে?
উত্তর : সিগমুন্ড ফ্রয়েড।

৬. প্রশ্ন : আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর : নিকোলো মেকিয়াভেলি।

৭. প্রশ্ন : ইংরেজি নাটকের জনক কে?
উত্তর : শেক্সপিয়র।

৮. প্রশ্ন : ইতিহাসের জনক কে?
উত্তর : হেরোডোটাস।

৯. প্রশ্ন : ইন্টারনেটের জনক কে?
উত্তর : ভিনটন জি কার্ফ।

১০. প্রশ্ন : ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব’র জনক কে?
উত্তর : টিম বার্নাস লি।

১১. প্রশ্ন : ই-মেইলের জনক কে?
উত্তর : রে টমলি সন।

১২. প্রশ্ন : ইন্টারনেট সার্চ ইঞ্জিনের জনক কে?
উত্তর : এলান এমটাজ।

১৩. প্রশ্ন : উদ্ভিদবিজ্ঞানের জনক কে?
উত্তর : থিওফ্রাস্টাস।

১৪. প্রশ্ন : অ্যানাটমির জনক কে?
উত্তর : আঁদ্রে ভেসালিয়াস।

১৫. প্রশ্ন : ক্যালকুলাসের জনক কে?
উত্তর : আইজ্যাক নিউটন।

১৬. প্রশ্ন : গণিত শাস্ত্রের জনক কে?
উত্তর : আর্কিমিডিস।

১৭. প্রশ্ন : চিকিৎসা বিজ্ঞানের জনক কে?
উত্তর : হিপোক্রেটিস

১৮. প্রশ্ন : জীবাণুবিদ্যার জনক কে?
উত্তর : লুই পাস্তুর।

১৯. প্রশ্ন : জ্যামিতির জনক কে?
উত্তর : ইউক্লিড।

২০. প্রশ্ন : দর্শন শাস্ত্রের জনক কে?
উত্তর : সক্রেটিস।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।