সাধারণ জ্ঞান : বাংলাদেশের নদী- শেষ পর্ব


প্রকাশিত: ০৭:১৫ এএম, ১০ আগস্ট ২০১৬

বাংলাদেশ নদী মাতৃক দেশ। এ দেশে ছোট-বড় ২৩০টি নদী রয়েছে। পদ্মা-মেঘনা-যমুনাসহ আছে বিচিত্র নাম। সেই নদী সম্পর্কে জানতেই ‘বাংলাদেশের নদী’ নিয়ে আজকের আয়োজনের শেষ পর্ব-

১. প্রশ্ন : নদী গবেষণা ইনস্টিটিউট কবে স্থাপিত হয়?
উত্তর : ১৯৭৭ সালে।

২. প্রশ্ন : বর্তমানে ঢাকা কতটি নদী দ্বারা বেষ্টিত?
উত্তর : ৫টি।

৩. প্রশ্ন : ঢাকার দক্ষিণে কোন নদী?
উত্তর : বুড়িগঙ্গা।

৪. প্রশ্ন : ঢাকার পশ্চিমে কোন নদী?
উত্তর : তুরাগ।

৫. প্রশ্ন : ঢাকার পূর্বে কোন নদী?
উত্তর : বালু ও শীতলক্ষ্যা।

৬. প্রশ্ন : ঢাকার উত্তরে কোন নদী?
উত্তর : টঙ্গী খাল বা টঙ্গী নদী।

৭. প্রশ্ন : জাফরাবাদ জলমহাল কোন নামে পরিচিত?
উত্তর : পদ্মা-মহানন্দা অভয়াশ্রম।

৮. প্রশ্ন : বাংলাদেশ-মায়ানমার অভিন্ন নদী কোনটি?
উত্তর : ৩টি।

৯. প্রশ্ন : বাংলাদেশ-মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম কী?
উত্তর : নাফ নদী।

১০. প্রশ্ন : নাফ নদীর দৈর্ঘ্য কত?
উত্তর : ৫৬ কিলোমিটার।

১১. প্রশ্ন : মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে কোন কোন নদী?
উত্তর : নাফ, সাঙ্গু ও সানকা।

১২. প্রশ্ন : দক্ষিণ তালপট্টি কোথায় অবস্থিত?
উত্তর : হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়।

১৩. প্রশ্ন : বাংলাদেশ-ভারতকে বিভক্তকারী নদী কোনটি?
উত্তর : হাড়িয়াভাঙ্গা নদী।

১৪. প্রশ্ন : গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার সম্মিলিত নদীর অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্গত?  
উত্তর : ৩৩%।

১৫. প্রশ্ন : ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?
উত্তর : ১৬.৫ কিলোমিটার।

১৬. প্রশ্ন : ভারত-বাংলাদেশের নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য কী?    
উত্তর : দু’দেশের নদীগুলোর নাব্যতা রক্ষা করা।

১৭. প্রশ্ন : গঙ্গা নদীর পানিপ্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের কী প্রস্তাব ছিলো?
উত্তর : নেপালে জলাধার নির্মাণ।

১৮. প্রশ্ন : বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা একমাত্র নদী কোনটি?
উত্তর : মহানন্দা।

১৯. প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
উত্তর : মেঘনা।

২০. প্রশ্ন : কর্ণফুলী নদীর উৎস কোথায়?
উত্তর : মিজোরামের লুসাই পাহাড়।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।