সাধারণ জ্ঞান : বাংলাদেশের নদী- ৩য় পর্ব


প্রকাশিত: ০৯:৩০ এএম, ০৯ আগস্ট ২০১৬

বাংলাদেশ নদী মাতৃক দেশ। এ দেশে ছোট-বড় ২৩০টি নদী রয়েছে। পদ্মা-মেঘনা-যমুনাসহ আছে বিচিত্র নাম। সেই নদী সম্পর্কে জানতেই ‘বাংলাদেশের নদী’ নিয়ে আজকের আয়োজনের ৩য় পর্ব-

১. প্রশ্ন : এক কিউসেক বলতে কী বোঝায়?
উত্তর : প্রতি সেকেন্ডে এক ঘনফুট পানির প্রবাহ।

২. প্রশ্ন : বাংলাদেশ-ভারত নদী কমিশন গঠিত হয় কবে?
উত্তর : ১৯৭২ সালে।

৩. প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?
উত্তর : সুরমা।

৪. প্রশ্ন : সুরমা নদীর দৈর্ঘ্য কত?
উত্তর : ৩৯৯ কিলোমিটার।

৫. প্রশ্ন : সম্প্রতি এক তথ্যমতে বৃহত্তম নদী কোনটি?
উত্তর : মেঘনা।

৬. প্রশ্ন : ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?
উত্তর : বুড়িগঙ্গা।

৭. প্রশ্ন : ঢাকা শহর রক্ষার জন্য কোন নদীর তীরে বাঁধ দেয়া হয়?
উত্তর : বুড়িগঙ্গা নদীর তীরে।

৮. প্রশ্ন : ঢাকা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : বুড়িগঙ্গা নদীর তীরে।

৯. প্রশ্ন : বুড়িগঙ্গা নদীর পূর্বনাম কী?
উত্তর : দোলাই নদী।

১০. প্রশ্ন : ঢাকা শহরকে রক্ষাকারী বাঁধের নাম কী?
উত্তর : ব্যাকল্যান্ড বাঁধ।

১১. প্রশ্ন : মোঘল আমলে দেয়া বাঁধের নাম কী?
উত্তর : পোস্তাহ বাঁধ।

১১. প্রশ্ন : হালদা নদীর উৎপত্তি কোথায়?
উত্তর : খাগড়াছড়ির বদনাতলী পর্বতমালায়।

১২. প্রশ্ন : বাংলাদেশের জলসীমার উৎপত্তি কোথায়?
উত্তর : সাঙ্গু নদী।

১৩. প্রশ্ন : বাংলাদেশের জলসীমার সমাপ্তি কোথায়?
উত্তর : হালদা নদী।

১৪. প্রশ্ন : বাংলাদেশের কোন নদীর নাম মানুষের নামে রাখা হয়েছে?
উত্তর : রূপসা।

১৫. প্রশ্ন : কার নামে রূপসা নদীর নাম রাখা হয়েছে।
উত্তর : রূপলাল সাহার নামে।

১৬. প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে ছোট নদী কোনটি?
উত্তর : গোবরা।

১৭. প্রশ্ন : গোবরা নদী কোথায় অবস্থিত?
উত্তর : তেঁতুলিয়া।

১৮. প্রশ্ন : গোবরা নদীর দৈর্ঘ্য কত?
উত্তর : ৪ কিলোমিটার।

১৯. প্রশ্ন : রংপুর জেলার উল্লেখযোগ্য নদ-নদী কী কী?
উত্তর : তিস্তা, ঘাঘট, যমুনেশ্বরী, করতোয়া ও চিকলী।

২০. প্রশ্ন : নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়?
উত্তর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হারুকান্দিতে।

এসইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।