সাধারণ জ্ঞান : বাংলাদেশের নদী- ১ম পর্ব


প্রকাশিত: ১২:০২ পিএম, ০৭ আগস্ট ২০১৬

বাংলাদেশ নদী মাতৃক দেশ। এ দেশে ছোট-বড় ২৩০টি নদী রয়েছে। বাংলাদেশের বৃহত্তম নদী ব্রহ্মপুত্র। আরো আছে বিচিত্র নাম। সেই নদী সম্পর্কে জানতেই ‘বাংলাদেশের নদী’ নিয়ে আজকের আয়োজনের ১ম পর্ব-

১. প্রশ্ন : বাংলাদেশের নদীর সংখ্যা কয়টি?
উত্তর : ২৩০টি।

২. প্রশ্ন : বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক নদী আছে কয়টি?  
উত্তর : ৫৭টি।

৩. প্রশ্ন : ভারতে উৎপত্তি হয়েছে কয়টি নদীর?
উত্তর : ৫৪টি।

৪. প্রশ্ন : মায়ানমারে উৎপত্তি হয়েছে কয়টি নদীর?
উত্তর : ৩টি।

৫. প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?
উত্তর : ব্রহ্মপুত্র নদ।

৬. প্রশ্ন : ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়?
উত্তর : হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবরে।

৭. প্রশ্ন : ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থলের নাম কী?
উত্তর : সাংপো।

৮. প্রশ্ন : কোথায় যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নামে বিভক্ত হয়েছে?
উত্তর : দেয়ানগঞ্জের কাছে।

৯. প্রশ্ন : ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করে কোন অঞ্চল দিয়ে?
উত্তর : কুড়িগ্রামের ভেতর দিয়ে।

১০. প্রশ্ন : ব্রহ্মপুত্র নদের পুরাতন প্রবাহ কোথায় প্রবাহিত হয়েছে?
উত্তর : ময়মনসিংহের ভেতর দিয়ে।   

১১. প্রশ্ন : ব্রহ্মপুত্র নদের পুরাতন প্রবাহ কোথায় পতিত হয়েছে?
উত্তর : ভৈরবের কাছে মেঘনায় পতিত হয়েছে।

১২. প্রশ্ন : কোন নদীর স্রোত পরিবর্তন হয়ে যমুনা নদী হয়?
উত্তর : পুরাতন ব্রহ্মপুত্র।

১৩. প্রশ্ন : কী কারণে পুরাতন ব্রহ্মপুত্র নদীর স্রোত পরিবর্তন হয়?
উত্তর : ভূমিকম্পের কারণে।

১৪. প্রশ্ন : কত সালে পুরাতন ব্রহ্মপুত্র নদীর স্রোত পরিবর্তন হয়?
উত্তর : ১৭৮৭ সালে।

১৫. প্রশ্ন : ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম কী?
উত্তর : লৌহিত্য।

১৬. প্রশ্ন : ধবলা ও দুধকুমার কোন নদের উপনদী?
উত্তর : ব্রহ্মপুত্র নদের।

১৭. প্রশ্ন : সবচেয়ে দীর্ঘপথ অতিক্রম করেছে কোন নদী?
উত্তর : ব্রহ্মপুত্র নদের।

১৮. প্রশ্ন : বিশ্বে দৈর্ঘ্যের দিক দিয়ে ব্রহ্মপুত্র নদের অবস্থান কত?
উত্তর : ২২তম।

১৯. প্রশ্ন : ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত?
উত্তর : ২,৮৫০ কিলোমিটার।

২০. প্রশ্ন : পদ্মা নদীর অপর নাম কী?
উত্তর : কীর্তিনাশা।

এসইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।