সাধারণ জ্ঞান : বাংলাদেশের খনিজ সম্পদ- শেষ পর্ব


প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৬ আগস্ট ২০১৬

যেকোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অপরিহার্য। তাই চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য বিগত বছরের বিভিন্ন প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান। ‘বাংলাদেশের খনিজ সম্পদ’ নিয়ে আজকের আয়োজনের শেষ পর্ব-

১. প্রশ্ন : বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস মজুদের পরিমাণ কত?
উত্তর : ২৮.৪ টিএফসি।

২. প্রশ্ন : প্রাকৃতিক গ্যাস উত্তোলন যোগ্য কত?
উত্তর : ১৫.১৯ টিএফসি।

৩. প্রশ্ন : প্রাকৃতিক গ্যাসের কত ভাগ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়?
উত্তর : ৪৬.৬৩ ভাগ।

৪. প্রশ্ন : প্রাকৃতিক গ্যাসের কত ভাগ সার কারখানায় ব্যবহৃত হয়?
উত্তর : ২১.৭ ভাগ।

৫. প্রশ্ন : প্রধান তেল ক্ষেত্রটি কোথায় অবস্থিত?
উত্তর : গোয়ানঘাটের হরিপুরে।

৬. প্রশ্ন : দ্বিতীয় তেলক্ষেত্রটি কোথায় আবিষ্কার হয়েছে?  
উত্তর : মৌলভীবাজার জেলার বরমচলে।

৭. প্রশ্ন : কোথায় গন্ধক পাওয়া গেছে?
উত্তর : চট্টগ্রামের কুতুবদিয়ায়।

৮. প্রশ্ন : কোথায় ইউরেনিয়াম পাওয়া গেছে?
উত্তর : মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়ে।

৯. প্রশ্ন : কত সালে ইউরেনিয়াম পাওয়া গেছে?
উত্তর : ১৯৯৪ সালে।

১০. প্রশ্ন : বাংলাদেশের মাটিতে কিসের আধিক্য দেখা যায়?
উত্তর : অ্যালুমিনিয়াম।

১১. প্রশ্ন : হীরক ও স্বর্ণ প্রাপ্তির সম্ভাবনা আছে কোথায়?  
উত্তর : বড় পুকুরিয়ায়।

১২. প্রশ্ন : বড় পুকুরিয়া কয়লাখনি কত সালে আবিষ্কার হয়?
উত্তর : ১৯৮৫ সালে।

১৩. প্রশ্ন : ফুলবাড়িয়া কয়লাখনিতে কোন কয়লা পাওয়া যায়?
উত্তর : বিটুমিনাস কয়লা।

১৪. প্রশ্ন : উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া যায় কোথায়?
উত্তর : জামালগঞ্জে।

১৫. প্রশ্ন : চীনামাটির মজুদ আছে কোথায়?
উত্তর : ময়মনসিংহের বিজয়পুর, রাজশাহীর পত্নীতলা ও চট্টগ্রামের পটিয়া।

১৬. প্রশ্ন : কাঁচবালির সর্বাধিক মজুদ কোথায়?
উত্তর : সিলেট।

১৭. প্রশ্ন : মধ্যপাড়ার কঠিন শিলাখনি কোথায় অবস্থিত?
উত্তর : দিনাজপুর জেলার পার্বতীপুরে।
 
১৮. প্রশ্ন : খনিজ সম্পদের জন্য কী বিখ্যাত?
উত্তর : সুরমা বেসিন।

১৯. প্রশ্ন : কোথায় তেজস্ক্রিয় বালি আছে-  
উত্তর : কক্সবাজারের সমুদ্র সৈকতে।

২০. প্রশ্ন : কোন কয়লাখনিতে দস্তা পাওয়ার সম্ভাবনা রয়েছে?
উত্তর : দিনাজপুরের মধ্যপাড়া।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।