সাধারণ জ্ঞান : বাংলাদেশের ভূ-প্রকৃতি- ১ম পর্ব


প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০২ আগস্ট ২০১৬

যেকোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অপরিহার্য। তাই চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য বিগত বছরের বিভিন্ন প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান। ‘বাংলাদেশের ভূ-প্রকৃতি’ নিয়ে আজকের আয়োজনের ১ম পর্ব-

১. প্রশ্ন : বাংলাদেশ কীসের উপর অবস্থিত?
উত্তর : ট্রপিক অব ক্যান্সারের উপর।

২. প্রশ্ন : সমুদ্র সমতল থেকে বাংলাদেশের কোন জেলা সবচেয়ে উচুঁতে?
উত্তর : দিনাজপুর (৩৭.৫০মিটার)।

৩. প্রশ্ন : বাংলাদেশের পাদদেশীয় সমভূমি এলাকা কোনটি?  
উত্তর : রংপুর-দিনাজপুর।

৪. প্রশ্ন : বাংলাদেশের আবহাওয়া অধিদফতর কোন মন্ত্রণালয়ের অধীন?  
উত্তর : প্রতিরক্ষা মন্ত্রণালয়।

৫. প্রশ্ন : কোন ঋতুকে ‘স্বতন্ত্র ঋতু’ বলা হয়ে থাকে?  
উত্তর : বর্ষা।

৬. প্রশ্ন : কোনটি বাংলাদেশের উষ্ণতম মাস?  
উত্তর : এপ্রিল।

৭. প্রশ্ন : বাংলাদেশের গ্রীষ্মকালীন আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য কি?
উত্তর : কালবৈশাখী ঝড় ও প্রচুর বৃষ্টিপাত।

৮. প্রশ্ন : ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দের নাম কী?
উত্তর : স্পারসো।

৯. প্রশ্ন : বাংলাদেশে আবহাওয়া কেন্দ্র কয়টি?
উত্তর : ৩৫টি। ৩টি কেন্দ্রে রাডার রয়েছে (ঢাকা, খেপুপাড়া ও কক্সবাজার)।

১০. প্রশ্ন : নির্মল চর কোথায় অবস্থিত?
উত্তর : রাজশাহী জেলায়।

১১. প্রশ্ন : দুবলার চর কোথায় অবস্থিত?
উত্তর : সুন্দরবনের দক্ষিণে।

১২. প্রশ্ন : শীতল পানির ঝর্ণার অবস্থান কোথায়?
উত্তর : হিমছড়ি, জাফলং।

১৩. প্রশ্ন : পাটনির চর কোথায় অবস্থিত?
উত্তর : সুন্দরবন।

১৪. প্রশ্ন : উড়ির চর কোথায় অবস্থিত?
উত্তর : সন্দ্বীপ।

১৫. প্রশ্ন : চর কুকড়িমুকড়ি কোথায় অবস্থিত?  
উত্তর : ভোলা জেলার চরফ্যাশন থানায়।

১৬. প্রশ্ন : মুহুরীর চর কোথায় অবস্থিত?  
উত্তর : ফেনী জেলায়।

১৭. প্রশ্ন : বাংলাদেশের কোন নদীতে চরের সংখ্যা বেশি?
উত্তর : যমুনা নদীতে।

১৮. প্রশ্ন : হিমছড়ি ঝর্ণার কাছে মূল্যবান কী খনিজ পাওয়া গেছে?
উত্তর : সিলিকন।

১৯. প্রশ্ন : ‘রিছাং ঝর্ণা’ কোথায় অবস্থিত?
উত্তর : আলুটিলা, খাগড়াছড়ি।

২০. প্রশ্ন : চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়িয়া অঞ্চলে কী আছে?
উত্তর : উষ্ণ প্রসবণ।

এসইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।