সাধারণ জ্ঞান : দৈনন্দিন বিজ্ঞান- ২য় পর্ব


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১৪ জুলাই ২০১৬

সব ধরনের নিয়োগ পরীক্ষাতেই সাধারণ জ্ঞান বিষয় থাকে। প্রশ্নের সঠিক উত্তর জানতে সাধারণ জ্ঞানে ভালো দক্ষতা প্রয়োজন। কিছু বিষয়ের খুঁটিনাটি জানা থাকলেই এ অংশে ভালো করা যায়। তাই বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য আজকের আয়োজনের ২য় পর্ব-

১. প্রশ্ন : পিসিকালচার বলতে কী বোঝায়?
উত্তর : মৎস্য চাষ।

২. প্রশ্ন : মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র-
উত্তর : স্ফিগমোম্যানোমিটার।

৩. প্রশ্ন : রেক্টিফাইড স্পিরিট হল-
উত্তর : ৯৫% ইথাইল অ্যালকোহল ও ৫% পানি।

৪. প্রশ্ন : তামার সাথে কোনটি মেশালে পিতল হয়?
উত্তর : দস্তা (জিঙ্ক)।

৫. প্রশ্ন : অ্যাটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভর সংখ্যা বেড়ে যায় বলে তাদের বলা হয়-
উত্তর : আইসোটোপ।

৬. প্রশ্ন : পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না কেন?
উত্তর : পেট্রোল পানির সাথে মিশে না এবং পেট্রোল পানির চেয়ে হালকা বলে।

৭. প্রশ্ন : ফনোগ্রাফ কে আবিষ্কার করেন?
উত্তর : এডিসন।

৮. প্রশ্ন : মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত উষ্ণ হয় কারণ-
উত্তর : মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণে বাঁধা দেয়।

৯. প্রশ্ন : কোন পদার্থটি প্রকৃতিতে পাওয়া যায়-
উত্তর : রাবার।

১০. প্রশ্ন : বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী সারা বিশ্বে কী পরিমাণ ইন্টারনেট সংযোগ আছে?
উত্তর : ৪২০ কোটি লোকের।

১১. প্রশ্ন : উচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে কেন?
উত্তর : চূড়ায় বায়ুর চাপ কম।

১২. প্রশ্ন : কাগজের প্রধান রাসায়নিক উপাদান কী?
উত্তর : সেলুলোজ।
    
১৩. প্রশ্ন : রাস্তা বা ছাদের আবরণ হিসেবে ব্যবহৃত পিচ কোনটি থেকে তৈরি করা হয়?
উত্তর : পেট্রোলিয়ামের অবশেষ।

১৪. প্রশ্ন : টুথপেস্টে ফ্লোরাইড ব্যবহার করা হয় কেন?
উত্তর : এটা দাঁতের ক্ষয় রোধ করে।

১৫. প্রশ্ন : পানি ঢেলে কেরোসিনের আগুন নেভানো যায় না কেন?
উত্তর : কেরোসিন পানির চেয়ে হালকা।

১৬. প্রশ্ন : বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে রাখা হয় কেন?
উত্তর : শীতকালে ঠান্ডায় তার সংকুচিত হয়।    

১৭. প্রশ্ন : পুরু কাচের গ্লাসে গরম পানি রাখলে তা ফেটে যায় কেন?
উত্তর : গ্লাসের ভিতরে ও বাহিরে অসম আয়তন প্রসারণের জন্য।    

১৮. প্রশ্ন : একখণ্ড পাথরকে উত্তপ্ত করলে ফেটে যায় কেন?
উত্তর : ভিতরের অংশ থেকে বাহিরের আবরণ বেশি উত্তপ্ত ও প্রসারিত হয়, তাই ফেটে যায়।

১৯. প্রশ্ন : তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
উত্তর : নরম পদার্থ।

২০. প্রশ্ন : তরল পদার্থের প্রসারণ বলতে কি ধরনের প্রসারণ বুঝায়?
উত্তর : আয়তন প্রসারণ।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।