সাধারণ জ্ঞান : আন্তর্জাতিক- শেষ পর্ব


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১২ জুলাই ২০১৬

যেকোনো পরীক্ষায় সাধারণ জ্ঞান বিষয় অপরিহার্য। তাই বিভিন্ন ধাচের পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য বিগত বছরের বিসিএসের প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান। সেখান থেকেই আন্তর্জাতিক বিষয় নিয়ে আজকের আয়োজনের শেষ পর্ব-

১. প্রশ্ন : স্থায়ী সালিশি আদালত কোথায় অবস্থিত?
উত্তর : হেগে।

২. প্রশ্ন : বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
উত্তর : মেসোপটেমিয়ায়।

৩. প্রশ্ন : প্রথম ক্লোন শিশু ‘ইভ’ এর জন্মতারিখ কত?
উত্তর : ২৬ ডিসেম্বর ২০০২।

৪. প্রশ্ন : কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত
উত্তর : নরওয়ে।

৫. প্রশ্ন : ইসিএ (ECA) এর সদর দফতর কোথায়?
উত্তর : আদ্দিস আবাবা।

৬. প্রশ্ন : কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা লাভ করে?
উত্তর : রোম চুক্তি।

৭. প্রশ্ন : MIGA কখন গঠিত হয়?
উত্তর : ১৯৮৮ সালে।

৮. প্রশ্ন : কোনটি জি-৮ ভুক্ত দেশ নয়?
উত্তর : নেদারল্যান্ডস।

৯. প্রশ্ন : ‘ব্রেটন উড্স ইনস্টিটিউট’ বলতে কোন সংস্থাকে বোঝায়?
উত্তর : আইএমএফ ও বিশ্বব্যাংক।

১০. প্রশ্ন : মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯৬৬ সালে।

১১. প্রশ্ন : ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর : ১৯৯৫ সালে।

১২. প্রশ্ন : জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
উত্তর : দক্ষিণ কোরিয়া।
 
১৩. প্রশ্ন : বিশ্বের নতুন রাষ্ট্র কোনটি?
উত্তর : দক্ষিণ সুদান।
 
১৪. প্রশ্ন : আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়?
উত্তর : সংযুক্ত আরব আমিরাত।
 
১৫. প্রশ্ন : কোন দেশ ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?
উত্তর : পানামা।
 
১৬. প্রশ্ন : মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল?
উত্তর : ১৯৭৩ সালে।
 
১৭. প্রশ্ন : ‘বান্দুং’ শহর কোন দেশে অবস্থিত?
উত্তর : ইন্দোনেশিয়া।
 
১৮. প্রশ্ন : ‘কার্টাগেনা’ প্রটোকল কী?
উত্তর : জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি।

১৯. প্রশ্ন : আন্তর্জাতিক সম্পর্কের শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয় কবে?
উত্তর : ২৭ আগস্ট ১৯২৮।

২০. প্রশ্ন : ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায়?
উত্তর : প্যারিস।

এসইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।