সাধারণ জ্ঞান : সরকারি কর্ম কমিশন


প্রকাশিত: ১২:২২ পিএম, ১৮ জুন ২০১৬

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সরকারি চাকরিতে নিয়োগের জন্য উপযুক্ত এবং যোগ্যতাসম্পন্ন ব্যক্তি নির্বাচন করার ক্ষমতাপ্রাপ্ত একটি সাংবিধানিক সংস্থা। কর্ম কমিশন দেশব্যাপী প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে, সরকারি কাজে নিয়োগ লাভের উপযুক্ত ব্যক্তি নির্বাচন করে। চাকরিপ্রার্থীদের জন্য সরকারি কর্ম কমিশন নিয়ে আজকের আয়োজন।

১. প্রশ্ন : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তর : সাংবিধানিক।

২. প্রশ্ন : সংবিধানের কত অনুচ্ছেদ বলে সরকারি কর্ম কমিশন গঠিত হয়?
উত্তর : ১৩৭ নং অনুচ্ছেদে।

৩. প্রশ্ন : সংবিধানের কত অনুচ্ছেদে কমিশনের সদস্যদের নিয়োগ বর্ণিত হয়েছে?
উত্তর : ১৩৮ নং অনুচ্ছেদে।

৪. প্রশ্ন : সংবিধানের কত অনুচ্ছেদে কমিশনের সদস্যদের মেয়াদ বর্ণিত হয়েছে?
উত্তর : ১৩৯ নং অনুচ্ছেদে।

৫. প্রশ্ন : সংবিধানের কত অনুচ্ছেদে কমিশনের দ্বায়িত্ব বর্ণিত হয়েছে?
উত্তর : ১৪০ নং অনুচ্ছেদে।

৬. প্রশ্ন : কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে নিয়োগ প্রদান করেন?
উত্তর : রাষ্ট্রপতি।

৭. প্রশ্ন : উপমহাদেশে প্রথম পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় কবে?
উত্তর : ১৯২৬ সালে।

৮. প্রশ্ন : বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় কবে?
উত্তর : ১৯৩৭ সালে।

৯. প্রশ্ন : পূর্ব পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় কবে?
উত্তর : ১৯৪৭ সালে।

১০. প্রশ্ন : কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান কে?
উত্তর : ইকরাম আহমেদ।

১১. প্রশ্ন : কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর : ড. জিন্নাতুন্নেছা তাহমিদা।

১২. প্রশ্ন : বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ইংরেজি নাম কী?
উত্তর : বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন-বিপিএসসি।

১৩. প্রশ্ন : বর্তমানে কমিশনের অধীনে বিসিএস ক্যাডার সংখ্যা কত?
উত্তর : ২৮টি।

১৪. প্রশ্ন : কমিশন থেকে কোন বিসিএস ক্যাডার পদ বাতিল হয়েছে?
উত্তর : বিসিএস বিচার।

১৫. প্রশ্ন : কমিশনের চেয়ারম্যানের মেয়াদকাল কত বছর?
উত্তর : ৫ বছর।

১৬. প্রশ্ন : কমিশনের চেয়ারম্যানের বয়সসীমা কত বছর?
উত্তর : ৬৫ বছর।

১৭. প্রশ্ন : স্বাধীনতার পরে সরকারি কর্ম কমিশন কবে প্রতিষ্ঠা হয়?
উত্তর : ৯ মে ১৯৭২।

১৮. প্রশ্ন : কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর : ড. একিউএম বজলুল করিম।

১৯. প্রশ্ন : বর্তমানে কর্ম কমিশনের কয়টি আঞ্চলিক অফিস আছে?
উত্তর : ৫টি।

২০. প্রশ্ন : কোথায় কোথায় কর্ম কমিশনের অফিস আছে?
উত্তর : চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট।

এসইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।