সাধারণ জ্ঞান : বিখ্যাত উপজাতি- শেষ পর্ব


প্রকাশিত: ০৮:০৯ এএম, ১৬ জুন ২০১৬

উপজাতি এমন জনগোষ্ঠীকে বোঝায় যারা আলাদা রাষ্ট্র গঠন করতে পারেনি কিন্তু নিজস্ব একটি আলাদা সংস্কৃতি গড়ে তুলতে সমর্থ হয়েছে। মূলত রাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তিতে জাতি বা উপজাতি নির্দিষ্টকরণ হয়ে থাকে। আজ জানবো কারা কোন দেশের উপজাতি। তাই বিশ্বের বিখ্যাত কিছু উপজাতি নিয়ে আজকের আয়োজনের শেষ পর্ব-

১. প্রশ্ন : দ্রাবিড়-
উত্তর : দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কায় বসবাসকারী অনার্য জাতি।

২. প্রশ্ন : নাগা-
উত্তর : ভারতের নাগাল্যান্ডের পাহাড়ি উপজাতি।

৩. প্রশ্ন : নিগ্রো-
উত্তর : মধ্য ও দক্ষিণ-পশ্চিম আফ্রিকার উপজাতি।

৪. প্রশ্ন : নিগ্রোরা কী নামে খ্যাত?
উত্তর : আফ্রিকার কালো মানুষ।

৫. প্রশ্ন : পিগমী-
উত্তর : আফ্রিকার নিরীক্ষিয় অঞ্চলের অাদিবাসী।

৬. প্রশ্ন : পিগমীরা কী নামে খ্যাত?
উত্তর : সবচেয়ে বেটে মানুষ।

৭. প্রশ্ন : পাপুয়ান-
উত্তর : পশ্চিম ইরানের অাদিবাসী।

৮. প্রশ্ন : বেদুঈন-
উত্তর : আরবের যাযাবর জাতি।

৯. প্রশ্ন : বেদুঈনরা বর্তমানে কোন অঞ্চলে ছড়িয়ে পড়েছে?
উত্তর : উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ায়।

১০. প্রশ্ন : বান্টু-
উত্তর : সেন্ট্রাল ও দক্ষিণ আফ্রিকার নিগ্রোরা।

১১. প্রশ্ন : ভিল-
উত্তর : মধ্য ভারতের দ্রাবিড় বংশোদ্ভুত আদি জাতি।

১২. প্রশ্ন : মাওরী-
উত্তর : নিউজিল্যান্ডের আদি জাতি।

১৩. প্রশ্ন : মোপলা-
উত্তর : কেরালার মালাবরের একটি মুসলমান উপজাতি।

১৪. প্রশ্ন : মাঞ্চু-
উত্তর : পূর্ব এশিয়ার টাঙ্গু উপজাতি।

১৫. প্রশ্ন : মাসাউডস-
উত্তর : পাকিস্তানের ওয়াজিরিস্তানের উপজাতি।

১৬. প্রশ্ন : মুর-
উত্তর : উত্তর আফ্রিকায় বসবাসরত মুসলমান জাতি।

১৭. প্রশ্ন : রেড ইন্ডিয়ান-
উত্তর : যুক্তরাষ্ট্রের আদিম আদিবাসী।

১৮. প্রশ্ন : রেড ইন্ডিয়ানদের অবস্থান কোথায়?
উত্তর : রকি পর্বত ও মিসৌরী নদীর মধ্যবর্তী স্থানে।

১৯. প্রশ্ন : শেরপা-
উত্তর : নেপাল ও তিব্বত হিমালয়ের পাদদেশে বসবাসকারী অাদিবাসী।

২০. প্রশ্ন : বুশম্যান-
উত্তর : বতসোয়ানার আদিবাসী।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।