সাধারণ জ্ঞান : বিশ্ব অর্থনীতি- ২য় পর্ব


প্রকাশিত: ১০:২২ এএম, ১২ জুন ২০১৬

অর্থনীতি আমাদের প্রধান চালিকাশক্তি। প্রত্যেকটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ওপর সে দেশের সুখ-শান্তি নির্ভর করে। জাপান বর্তমানে বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ। আবার দরিদ্র দেশের সংখ্যাও পৃথিবীতে কম নেই। তাই বিশ্ব অর্থনীতি নিয়ে আজকের আয়োজনের ২য় পর্ব-

১. প্রশ্ন : মধ্যপ্রাচ্যের দেশগুলো কবে তেল অবরোধ করেছিল?
উত্তর : ১৯৭৩ সালে।

২. প্রশ্ন : আফ্রিকার কোন দেশ সবচেয়ে বেশি সম্পদশালী?
উত্তর : দক্ষিণ আফ্রিকা।

৩. প্রশ্ন : মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উত্তর : হংকং।

৪. প্রশ্ন : কোকেন উৎপাদনের প্রধান দেশ কোনটি?
উত্তর : পেরু।

৫. প্রশ্ন : ভারতবর্ষে প্রথম বাজেট প্রণীত হয় কবে?
উত্তর : ১৮৬১ সালে।

৬. প্রশ্ন : বিশ্ব ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ২৭ ডিসেম্বর ১৯৪৫।

৭. প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক কোনটি?
উত্তর : ব্যাংক অব টোকিও ও মিৎসুবিশি ব্যাংকের একীভূত।

৮. প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ ব্যবহারকারী দেশ কোনটি?
উত্তর : ভারত।

৯. প্রশ্ন : বিশ্ব ব্যাংকের সদর দফতর কোথায়?
উত্তর : ওয়াশিংটন ডি.সি।

১০. প্রশ্ন : বিশ্ব ব্যাংকের কার্যক্রম কবে শুরু হয়?
উত্তর : ২৫ জুন ১৯৪৬।

১১. প্রশ্ন : বিশ্ব ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তর : ১৮৬টি।

১২. প্রশ্ন : এশীয় উন্নয়ন ব্যাংক আনুষ্ঠানিক কার্যক্রম কবে শুরু করে?
উত্তর : ১৯৬৬ সালে।

১৩. প্রশ্ন : এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায়?
উত্তর : ম্যানিলা, ফিলিপাইন।

১৪. প্রশ্ন : এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তর : ৬৭।

১৫. প্রশ্ন : ইসলামী উন্নয়ন ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ২০ অক্টোবর ১৯৭৫।

১৬. প্রশ্ন : ইসলামী উন্নয়ন ব্যাংকের সদস্য সংখ্যা কত?
উত্তর : ৫৬টি।

১৭. প্রশ্ন : ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায়?
উত্তর : জেদ্দা, সৌদি আরব।

১৮. প্রশ্ন : বিশ্ব ব্যাংক থেকে কোন দেশ সবচেয়ে বেশি ঋণ নিয়েছে?
উত্তর : ভারত।

১৯. প্রশ্ন : বর্তমানে আইএমএফ’র সদস্য সংখ্যা কত?
উত্তর : ১৮৫।

২০. প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বেশি গম উৎপন্ন হয় কোন দেশে?
উত্তর : চীন।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।