সাধারণ জ্ঞান : বিখ্যাত মরুভূমি- ২য় পর্ব


প্রকাশিত: ০৪:৫৮ এএম, ০৬ জুন ২০১৬

বালুময় মরুভূমি সবারই আগ্রহের বিষয়। যুগে যুগে বিখ্যাত সব মরুভূমির অজানা অনেক রহস্য গেঁথে আছে মানুষের অন্তরে। কোন মরুভূমি কোন দেশে, এর আয়তন কত? এসব বিষয় অনেকেরই হয়তো জানা নেই। তাই এবার বিশ্বের সব বিখ্যাত মরুভূমি নিয়েই আজকের আয়োজনের ২য় পর্ব-

১. প্রশ্ন : মজাভে মরুভূমি কোথায় অবস্থিত?
উত্তর : উত্তর আমেরিকা।

২. প্রশ্ন : মজাভে মরুভূমির আয়তন কত?
উত্তর : ১৫,০০০ বর্গমাইল।

৩. প্রশ্ন : নামিয়ান মরুভূমি কোথায় অবস্থিত?
উত্তর : সুদান।

৪. প্রশ্ন : নামিয়ান কোন ধরনের মরুভূমি?
উত্তর : উপকূলবর্তী শীতল মরুভূমি।

৫. প্রশ্ন : নামিয়ান মরুভূমির আয়তন কত?
উত্তর : ১,০০,০০০ বর্গমাইল।

৬. প্রশ্ন : আটাকামা মরুভূমি কোথায় অবস্থিত?
উত্তর : চিলি।

৭. প্রশ্ন : আটাকামা কোন ধরনের মরুভূমি?
উত্তর : উপকূলবর্তী শীতল মরুভূমি।

৮. প্রশ্ন : আটাকামা মরুভূমির আয়তন কত?
উত্তর : ৫৪,০০০ বর্গমাইল।

৯. প্রশ্ন : গোবি মরুভূমি কোথায় অবস্থিত?
উত্তর : মঙ্গোলিয়া, চীন।

১০. প্রশ্ন : গোবি কোন ধরনের মরুভূমি?
উত্তর : নাতিশীতোষ্ণ।

১১. প্রশ্ন : গোবি মরুভূমির আয়তন কত?
উত্তর : ৫,০০,০০০ বর্গমাইল।

১২. প্রশ্ন : প্যাটাগনিয়ান মরুভূমি কোথায় অবস্থিত?
উত্তর : আর্জেন্টিনা।

১৩. প্রশ্ন : প্যাটাগনিয়ান কোন ধরনের মরুভূমি?
উত্তর : নাতিশীতোষ্ণ।

১৪. প্রশ্ন : প্যাটাগনিয়ান মরুভূমির আয়তন কত?
উত্তর : ৩,০০,০০০ বর্গমাইল।

১৫. প্রশ্ন : গ্রেট বেসিন মরুভূমি কোথায় অবস্থিত?
উত্তর : উত্তর আমেরিকা।

১৬. প্রশ্ন : গ্রেট বেসিন কোন ধরনের মরুভূমি?
উত্তর : নাতিশীতোষ্ণ।

১৭. প্রশ্ন : গ্রেট বেসিন মরুভূমির আয়তন কত?
উত্তর : ১,৯০,০০০ বর্গমাইল।

১৮. প্রশ্ন : টাকলা মাকান মরুভূমি কোথায় অবস্থিত?
উত্তর : চীন।

১৯. প্রশ্ন : টাকলা মাকান কোন ধরনের মরুভূমি?
উত্তর : নাতিশীতোষ্ণ।

২০. প্রশ্ন : টাকলা মাকান মরুভূমির আয়তন কত?
উত্তর : ১,৪০,০০০ বর্গমাইল।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।