সাধারণ জ্ঞান : বিখ্যাত মরুভূমি- ১ম পর্ব
বালুময় মরুভূমি সবারই আগ্রহের বিষয়। যুগে যুগে বিখ্যাত সব মরুভূমির অজানা অনেক রহস্য গেঁথে আছে মানুষের অন্তরে। কোন মরুভূমি কোন দেশে, এর আয়তন কত? এসব বিষয় অনেকেরই হয়তো জানা নেই। তাই এবার বিশ্বের সব বিখ্যাত মরুভূমি নিয়েই আজকের আয়োজনের ১ম পর্ব-
১. প্রশ্ন : সাহারা মরুভূমি কোথায় অবস্থিত?
উত্তর : উত্তর আফ্রিকা।
২. প্রশ্ন : সাহারা মরুভূমির আয়তন কত?
উত্তর : ৩৫,০০,০০০ বর্গমাইল।
৩. প্রশ্ন : গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত?
উত্তর : অস্ট্রেলিয়া।
৪. প্রশ্ন : গ্রেট ভিক্টোরিয়া মরুভূমির আয়তন কত?
উত্তর : ২,৫০,০০০ বর্গমাইল।
৫. প্রশ্ন : কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত?
উত্তর : দক্ষিণ আফ্রিকা।
৬. প্রশ্ন : কালাহারি মরুভূমির আয়তন কত?
উত্তর : ২,২৫,০০০ বর্গমাইল।
৭. প্রশ্ন : গ্রেট স্যান্ডি মরুভূমি কোথায় অবস্থিত?
উত্তর : অস্ট্রেলিয়া।
৮. প্রশ্ন : গ্রেট স্যান্ডি মরুভূমির আয়তন কত?
উত্তর : ১,৫০,০০০ বর্গমাইল।
৯. প্রশ্ন : চিহুয়াহুয়ান মরুভূমি কোথায় অবস্থিত?
উত্তর : মেক্সিকো।
১০. প্রশ্ন : চিহুয়াহুয়ান মরুভূমির আয়তন কত?
উত্তর : ১,৪০,০০০ বর্গমাইল।
১১. প্রশ্ন : গিবসন মরুভূমি কোথায় অবস্থিত?
উত্তর : অস্ট্রেলিয়া।
১২. প্রশ্ন : গিবসন মরুভূমির আয়তন কত?
উত্তর : ১,২০,০০০ বর্গমাইল।
১৩. প্রশ্ন : থর মরুভূমি কোথায় অবস্থিত?
উত্তর : ভারত-পাকিস্তান।
১৪. প্রশ্ন : গিবসন মরুভূমির আয়তন কত?
উত্তর : ১,০০,০০০ বর্গমাইল।
১৫. প্রশ্ন : পশ্চিম আরব মরুভূমি কোথায় অবস্থিত?
উত্তর : মধ্যপ্রাচ্য।
১৬. প্রশ্ন : পশ্চিম আরব মরুভূমির আয়তন কত?
উত্তর : ৭০,০০০ বর্গমাইল।
১৭. প্রশ্ন : সোনোরান মরুভূমি কোথায় অবস্থিত?
মেক্সিকো ।
১৮. প্রশ্ন : সোনোরান মরুভূমির আয়তন কত?
উত্তর : ৭০,০০০ বর্গমাইল।
১৯. প্রশ্ন : সিম্পসন অ্যান্ড স্টার্ট স্টোনি মরুভূমি কোথায় অবস্থিত?
অস্ট্রলিয়া ।
২০. প্রশ্ন : সিম্পসন অ্যান্ড স্টার্ট স্টোনি মরুভূমির আয়তন কত?
উত্তর : ৫৬,০০০ বর্গমাইল।
এসইউ/আরআইপি