সাধারণ জ্ঞান : মানবদেহ- ৩য় পর্ব


প্রকাশিত: ০৬:২৯ এএম, ৩১ মে ২০১৬

দৈনন্দিন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় মানবদেহ। আমরা মানুষ; অথচ আমরাই মানবদেহ সম্পর্কে কতটুকু জানি? মানবদেহের কয়টি অঙ্গের নাম ও ব্যবহার বলতে পারি? পারি না। কিন্তু মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই মানবদেহ সম্পর্কে জেনে রাখা জরুরি। তাই মানবদেহ নিয়ে আজকের আয়োজনের ৩য় পর্ব।

১. প্রশ্ন : ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে?
উত্তর : অ্যাড্রনালিন।

২. প্রশ্ন : দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য?
উত্তর : টেস্টোস্টেরন।

৩. প্রশ্ন : জীবন রক্ষাকারী হরমোন কোনটি?
উত্তর : অ্যালডোস্টেরন।

৪. প্রশ্ন : ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে?
উত্তর : অস্থিতে।

৫. প্রশ্ন : খাদ্যদ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পোস্টিক নালীর কোন অংশে?
উত্তর : ক্ষুদ্রান্তে।

৬. প্রশ্ন : মহিলাদের পরিণত জনন কোষকে কি বলে?
উত্তর : ডিম্বাণু।

৭. প্রশ্ন : মানুষের করোটিতে কতটি অস্থি থাকে?
উত্তর : ২৪টি।

৮. প্রশ্ন : প্রতি মিনিটে হৃৎপিণ্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত?
উত্তর : ৭২।

৯. প্রশ্ন : ধমনী শেষ হয় কোথায়?
উত্তর : লসিকায়।

১০. প্রশ্ন : মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে?
উত্তর : মেলানিন।

১১. প্রশ্ন : মস্তিস্কে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত সরবরাহ হয়?
উত্তর : ৩৫০ মিলিলিটার।

১২. প্রশ্ন : পরিপাকতন্ত্রের সবচেয়ে শক্তিশালী স্ফিত অংশের নাম কী?
উত্তর : পাকস্থলী।

১৩. প্রশ্ন : কোন জিনিস পিত্তের বর্ণের জন্য দায়ী?
উত্তর : বিলিরুবিন।

১৪. প্রশ্ন : নিউরন কী?
উত্তর : স্নায়ু কলার প্রতিটি কোষকে নিউরন বলে।

১৫. প্রশ্ন : কোন সন্ধিতে সবচেয়ে বেশি মুভমেন্ট হয়?
উত্তর : সাইনভিয়াল সন্ধি।

১৬. প্রশ্ন : মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কী?
উত্তর : স্টেপিস।

১৭. প্রশ্ন : রোগ-জীবাণু ধ্বংস করতে সাহায্য করে কোন রস?
উত্তর : পিত্তরস।

১৮. প্রশ্ন : কোন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়?
উত্তর : গ্লোকাগন।

১৯. প্রশ্ন : একজন বয়স্ক লোক প্রতিমিনিটে কতবার শ্বাস নেয়?
উত্তর : ১২-১৮ বার।

২০. প্রশ্ন : মানবদেহের রক্ত সঞ্চালন চক্র আবিষ্কার করেন কে?
উত্তর : উইলিয়াম হার্ভে।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।