সাধারণ জ্ঞান : সাম্প্রতিক বিশ্ব


প্রকাশিত: ১০:৪৮ এএম, ২৫ মে ২০১৬

প্রতিনিয়তই কতকিছু ঘটছে পৃথিবীতে। আজ যেটা ঘটছে, কাল সেটাই ইতিহাস। অনেক ঘটনাই আমরা ভুলে যাই। তবে কিছু ঘটনা আমাদের স্মরণ রাখতেই হয়। তাই সাম্প্রতিক বিশ্বের আলোচিত কিছু ঘটনা নিয়ে আজকের আয়োজন।

১. প্রশ্ন : বিখ্যাত ‘বেগম’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর : নূরজাহান বেগম।

২. প্রশ্ন : ‘বেগম’ পত্রিকার সম্পাদক কবে মৃত্যুবরণ করেন?
উত্তর : ২৩ মে ২০১৬।

৩. প্রশ্ন : বর্তমানে ‘বেগম’ পত্রিকার দায়িত্ব নেন কে?
উত্তর : ফ্লোরা নাসরিন খান।

৪. প্রশ্ন : সাম্প্রতিক আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম কী?
উত্তর : রোয়ানু।

৫. প্রশ্ন : ‘রোয়ানু’ কোন দেশি শব্দ?
উত্তর : মালদ্বীপ।

৬. প্রশ্ন : ‘রোয়ানু’ শব্দের অর্থ কী?
উত্তর : নারিকেলের ছোবড়ার তৈরি দড়ি।

৭. প্রশ্ন : ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা কত?
উত্তর : শতাধিক।

৮. প্রশ্ন : রোয়ানুর আঘাতে শ্রীলঙ্কায় নিখোঁজ ছিলো কতজন?
উত্তর : ৩৭ শিশুসহ ১৪৭ জন।

৯. প্রশ্ন : ‘মোসাদ’ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
উত্তর : ইসরাইল।

১০. প্রশ্ন : ‘মোসাদ’ কোন ভাষার শব্দ?
উত্তর : হিব্রু।

১১. প্রশ্ন : ‘মোসাদ’ শব্দের অর্থ কী?
উত্তর : প্রতিষ্ঠান।

১২. প্রশ্ন : ২০১৬ সালের ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত বাংলাদেশের চলচ্চিত্র কী কী?
উত্তর : ‘অজ্ঞাতনামা’ ও ‘আয়নাবাজি’।

১৩. প্রশ্ন : ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তর : তৌকির আহমেদ।

১৪. প্রশ্ন : ‘আয়নাবাজি’ চলচ্চিত্র কে পরিচালনা করেন?
উত্তর : অমিতাভ রেজা।

১৫. প্রশ্ন : ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে ‘পাম ডি-অর’ পুরস্কার পান কে?
উত্তর : ব্রিটিশ নির্মাতা কেন লোচ।

১৬. প্রশ্ন : ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পান কে?
উত্তর : ইরানের অভিনেতা শাহাব হোসেইনী।

১৭. প্রশ্ন : ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পান কে?
উত্তর : ফিলিপাইনের অভিনেত্রী জ্যাকলিন জোসে।

১৮. প্রশ্ন : জি-৭ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
উত্তর : ২৬-২৭ মে ২০১৬।

১৯. প্রশ্ন : জি-৭ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : জাপানে।

২০. প্রশ্ন : জি-৭ সম্মেলনের আউটরিচ মিটিংয়ে যোগ দিবে কারা?
উত্তর : বাংলাদেশ, লাওস, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা ও চাঁদ।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।