সাধারণ জ্ঞান : মঙ্গলকাব্য- শেষ পর্ব


প্রকাশিত: ০৬:০৪ এএম, ২৪ মে ২০১৬

মঙ্গলকাব্য বাংলা সাহিত্যের মধ্যযুগে বিশেষ এক শ্রেণির ধর্মবিষয়ক আখ্যান। যে কাব্যে দেবতার আরাধনা, মাহাত্ম্য-কীর্তন করা হয়। যে কাব্য শুনলে মঙ্গল- না শুনলে অমঙ্গল; যে কাব্য মঙ্গলাধার, এমন কি যে কাব্য ঘরে রাখলে মঙ্গল হয় তা-ই মঙ্গলকাব্য। সেই মঙ্গলকাব্য নিয়ে আজকের আয়োজনের শেষ পর্ব।

১. প্রশ্ন : চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবির নাম কী?
উত্তর : মানিক দত্ত।

২. প্রশ্ন : কোন শতকে চণ্ডীমঙ্গল কাব্যের সর্বাধিক প্রসার ঘটে?
উত্তর : ষোড়শ শতকে।

৩. প্রশ্ন : চণ্ডীমঙ্গল কাব্যের রচনাকাল কত সময় পর্যন্ত বিস্তৃত?
উত্তর : ষোড়শ থেকে আঠার শতক পর্যন্ত।

৪. প্রশ্ন : চণ্ডীমঙ্গল কাব্যধারার সর্বশ্রেষ্ঠ কবি কে?
উত্তর : কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী।

৫. প্রশ্ন : কবি মুকুন্দরাম চক্রবর্তী কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : বর্ধমান জেলার দামুন্যা গ্রামে।

৬. প্রশ্ন : কবি মুকুন্দরাম চক্রবর্তী কার সভাসদ ছিলেন?
উত্তর : মেদিনীপুর জেলার অড়বা গ্রামের জমিদার রঘুনাথের।

৭. প্রশ্ন : মুকুন্দরাম চক্রবর্তীকে কে কেন ‘কবিকঙ্কন’ উপাধি দেন?
উত্তর : চণ্ডীমঙ্গল কাব্য রচনার জন্য জমিদার রঘুনাথ এ উপাধি দেন।

৮. প্রশ্ন : মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের অন্যান্য নাম কী?
উত্তর : অভয়ামঙ্গল, অধিকামঙ্গল, গৌরিমঙ্গল প্রভৃতি।

৯. প্রশ্ন : চণ্ডীমঙ্গলের উল্লেখযোগ্য কবির নাম কী?
উত্তর : দ্বিজ রামদেব, মুক্তারাম সেন, হরিরাম, ভবানীশঙ্কর দাস, অকিঞ্চন চক্রবর্তী প্রমুখ।

১০. প্রশ্ন : ধর্মমঙ্গল কাব্যের কাহিনি কয়টি এবং কী কী?
উত্তর : দুটি। ১. রাজা হরিশচন্দ্রের কাহিনি ২. লাউসেনের কাহিনি।

১১. প্রশ্ন : ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে?
উত্তর : ময়ূর ভট্ট।

১২. প্রশ্ন : ‘হাকন্দপুরান’ কার রচিত কাব্যগ্রন্থ?
উত্তর : ময়ূর ভট্ট।

১৩. প্রশ্ন : নিরঞ্জন মঙ্গল কার কাব্যগ্রন্থের নাম?
উত্তর : শ্যাম পণ্ডিত।

১৪. প্রশ্ন : সা’বারিদ খান রচিত মঙ্গলকাব্যের নাম কী?
উত্তর : বিদ্যাসুন্দর।

১৫. প্রশ্ন : ‘কবিরঞ্জন’ কোন কবির উপাধি?
উত্তর : রাম প্রসাদ সেন।

১৬. প্রশ্ন : রাম প্রসাদ সেনকে কে ‘কবিরঞ্জন’ উপাধি প্রদান করেন?
উত্তর : নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।

১৭. প্রশ্ন : মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হিসেবে কোন কবি সুপরিচিত?
উত্তর : ভারতচন্দ্র রায় গুণাকর।

১৮. প্রশ্ন : অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে?
উত্তর : ভারতচন্দ্র রায় গুণাকর।

১৯. প্রশ্ন : ভারতচন্দ্রকে কে ‘রায় গুণাকর’উপাধি প্রদান করেন?
উত্তর : নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।

২০. প্রশ্ন : ভারতচন্দ্র রায় গুণাকরের জন্মস্থান কোথায়?
উত্তর : হাওড়া জেলার পেঁড়ো (পান্তুয়া) গ্রামে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।