সাধারণ জ্ঞান : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- শেষ পর্ব


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ২২ মে ২০১৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, ‘বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে।’ কবির সে কথা আজ সত্য। প্রযুক্তির ছোঁয়ায় এখন অনেক অসম্ভবই সম্ভব হয়ে উঠেছে। বদলে গেছে পুরো পৃথিবী। পরিবর্তনের ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষতা নিয়ে আজকের আয়োজনের শেষ পর্ব।

১. প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশনের প্রথম টিভি সিরিয়ালের নাম কী?
উত্তর : ত্রিরত্ন।

২. প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশনের প্রথম টিভি সিরিয়াল কত সালে প্রচার হয়?
উত্তর : ১৯৬৬ সালে।

৩. প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশনে প্যাকেজ অনুষ্ঠান গৃহীত হয় কবে?
উত্তর : ১৯৯৪ সালে।

৪. প্রশ্ন : দেশের প্রথম বেসরকারি টেলিভিশনের নাম কী?
উত্তর : একুশে টেলিভিশন।

৫. প্রশ্ন : একুশে টেলিভিশন কবে চালু হয়?
উত্তর : ৮ মার্চ ১৯৯৮।

৬. প্রশ্ন : একুশে টেলিভিশন কবে বন্ধ হয়ে যায়?
উত্তর : ২৯ আগস্ট ২০০২।

৭. প্রশ্ন : একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কে ছিলেন?
উত্তর : সাইমন ড্রিং।

৮. প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশন কবে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইট সম্প্রচার শুরু করে?
উত্তর : ১১ এপ্রিল ২০০৪।

৯. প্রশ্ন : বাংলাদেশে কখন থেকে ডিশ অ্যান্টেনা ব্যবহারের সরকারি সিদ্ধান্ত হয়?
উত্তর : ২৭ এপ্রিল ১৯৯২।

১০. প্রশ্ন : বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্র কয়টি?
উত্তর : ৪টি।

১১. প্রশ্ন : বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্রগুলো কোথায়?
উত্তর : বেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী ও সিলেট।

১২. প্রশ্ন : বেতবুনিয়া কোন জেলায় অবস্থিত?
উত্তর : রাঙ্গামাটি।

১৩. প্রশ্ন : তালিবাবাদ কোন জেলায় অবস্থিত?
উত্তর : গাজিপুর।

১৪. প্রশ্ন : বাংলাদেশে কতটি আবহাওয়া কেন্দ্র আছে?
উত্তর : ৩টি।

১৫. প্রশ্ন : বাংলাদেশের প্রথম ডিজিটাল পত্রিকার নাম কী?
উত্তর : আইটি ডটকম।

১৬. প্রশ্ন : বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ সংস্থার নাম কী?
উত্তর : বিডিনিউজ২৪.কম।

১৭. প্রশ্ন : জাতীয় সংবাদ সংস্থার নাম কী?
উত্তর : বাংলাদেশ সংবাদ সংস্থা।

১৮. প্রশ্ন : বাংলাদেশ সংবাদ সংস্থার সংক্ষিপ্ত নাম কী?
উত্তর : বাসস।

১৯. প্রশ্ন : বাংলাদেশ সংবাদ সংস্থা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর : ১৯৭২ সালে।

২০. প্রশ্ন : বাংলাদেশে সম্পূর্ণ নারী বিষয়ক প্রথম অনলাইন নিউজ পোর্টালের নাম কী?
উত্তর : মহীয়সী ডটকম।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।