আজকের এই দিনে : ০৪ সেপ্টেম্বর ২০১৯

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:২৮ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৯

৪৭৬ সালের এই দিনে সর্বশেষ পশ্চিমা রোমান সম্রাট রোমুলাস অগাস্টাস ক্ষমতা হারান। তখন ওডোয়াসের (Odoacer) নিজেকে ইতালির রাজা ঘোষণা করেন।

৭৯৯ সালের এই দিনে শিয়া ইমাম মুসা আল কাজিম মৃত্যুবরণ করেন ।

১০২৪ সালের এই দিনে দ্বিতীয় কনরাড জার্মানির রাজা হিসেবে মনোনীত হন।

১০৬৩ সালের এই দিনে পারস্য ও বাগদাদ বিজয়ী তঘরুল মৃত্যুবরণ করেন ।

১২৬০ সালের এই দিনে ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস প্রতিষ্ঠিত হয়।

১৪৯২ সালের এই দিনে ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা করেন।

১৫১৪ সালের এই দিনে বিখ্যাত ফরাসী ভাস্কর ‘জন গুজান’ জন্ম গ্রহণ করেন।

১৫৬৩ সালের এই দিনে চীনের সম্রাট ওয়ানলির জন্ম।

১৫৭১ সালের এই দিনে স্কটল্যান্ডে ক্যাথলিক অভ্যুত্থান হয়।

১৭৬৭ সালের এই দিনে ইংরেজ রাজনীতিক চার্লস টাউনশিপের মৃত্যু।

১৭৯৭ সালের এই দিনে ফ্রান্সের সেনা বাহিনী সেদেশের রাজতান্ত্রিক শাসকদের বিরুদ্ধে সফল অভ্যুত্থান চালায়।

১৮২৫ সালের এই দিনে ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ দাদাভাই নওরোজি জন্মগ্রহণ করেন।

১৮৪৬ সালের এই দিনে মার্কিন স্থপতি ড্যানিয়েল বার্নহ্যাম জন্মগ্রহন করেন ।

১৮৬৬ সালের এই দিনে হাওয়াইতে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়।

১৮৭০ সালের এই দিনে ফ্রান্সের তৃতীয় নেপোলিয়ন ক্ষমতাচ্যুত হন এবং থার্ড রিপাবলিক ঘোষণা করা হয়।

১৮৮২ সালের এই দিনে মার্কিন বিজ্ঞানী এডিসন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আবিস্কার করেন।

১৮৮৫ সালের এই দিনে নিউ ইয়র্কে প্রথম ক্যাফেটারিয়া চালু হয়।

১৮৮৮ সালের এই দিনে জর্জ ইস্টম্যান ক্যামেরার রোল ফিল্ম প্যাটেন্ট করেন।

১৮৯০ সালের এই দিনে সাহিত্যিক এস. ওয়াজেদ আলীর জন্ম।

১৮৯৪ সালের এই দিনে নিউইয়র্ক শহরে ১২,০০০ দর্জি ধর্মঘট করে।

১৯০৪ সালের এই দিনে ব্রিটিশদের সঙ্গে দালাই লামার বাণিজ্যিক চুক্তি হয়।

১৯০৬ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৬৯] জার্মান-মার্কিন জীববিজ্ঞানী মাক্স ডেব্রুকের জন্ম।

১৯০৮ সালের এই দিনে আমেরিকান প্রখ্যাত কৃষ্ণাঙ্গ লেখক রিচার্ড রাইট জন্মগ্রহণ করেন ।

১৯০৮ সালের এই দিনে জার্মান জীব বিজ্ঞানী, চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী ম্যাক্স ডেলব্রুক জন্মগ্রহন করেন।

১৯০৯ সালের এই দিনে লন্ডনের কাছে ক্রিস্টল প্যালেপে বিশ্বের প্রথম বয় স্কাউট র‌্যালি অনুষ্ঠিত হয়।

১৯১০ সালের এই দিনে নিউজিল্যান্ডে ক্যানটাবুরি ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ৭.১ ভূমিকম্পে প্রচুর ক্ষয়ক্ষতি হয়।

১৯১১ সালের এই দিনে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয়।

১৯১৪ সালের এই দিনে প্রথম মহাযুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা করে।

১৯১৬ সালের এই দিনে জার্মান পূর্ব আফ্রিকার তিন চতুর্থাংশ সংযুক্ত বাহিনীর হাতে চলে যায়।

১৯১৭ সালের এই দিনে মার্কিন শিল্পপতি হেনরী ফোর্ড দ্বিতীয় জন্মগ্রহন করেন।

১৯২৭ সালের এই দিনে মার্কিন কম্পিঊটার বিজ্ঞানী জন ম্যাক্‌কার্থি জন্মগ্রহন করেন।

১৯২৮ সালের এই দিনে কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি সৈয়দ আমীর আলীর ইন্তেকাল।

১৯৩০ সালের এই দিনে লন্ডনে কেমব্রিজ থিয়েটার চালু হয়।

১৯৩২ সালের এই দিনে ভিয়েনায় বিশ্ব শান্তি সম্মেলন শুরু হয়।

১৯৩৪ সালের এই দিনে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ক্লিভ গ্রাঞ্জার জন্মগ্রহন করেন।

১৯৪০ সালের এই দিনে ব্রিটেনের যুদ্ধ শুরু হয়।

১৯৪৪ সালের এই দিনে দ্বিতীয় মহাযুদ্ধ থেকে ফিনল্যান্ড নিজেকে প্রত্যাহার করে নেয়।

১৯৪৫ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যরা ওয়েক দ্বীপে আত্মসমর্পণ করে।

১৯৪৮ সালের এই দিনে নেদারল্যান্ডের রানি উইলহেলমিন পদচ্যুত হন।

১৯৫২ সালের এই দিনে ভারতের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ঋষি কাপুর জন্মগ্রহণ করেন।

১৯৬৫ সালের এই দিনে জার্মান দার্শনিক আলবার্ট সুইৎসারের মৃত্যু।

১৯৭২ সালের এই দিনে মিউনিখের অলিম্পিক গণহত্যা, ইসরাইলী অ্যাথলেটদের প্যালেস্টাইনীরা জিম্মি করে।

১৯৭৫ সালের এই দিনে আরব-ইসরায়েল সংঘর্ষের ব্যাপারে সিনাই ইন্টারিম অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়।

১৯৭৮ সালের এই দিনে সাংবাদিক ও লেখক মোহাম্মদ ওয়ালিউল্লাহর ইন্তেকাল।

১৯৮৭ সালের এই দিনে রাজস্থানে অষ্টাদশী রূপ কানওয়ার ‘সতী’ হবার জন্য স্বামীর চিতায় জীবন্ত দগ্ধ হয়।

১৯৮৯ সালের এই দিনে ফ্রান্সের লেখক জর্জেস সিমেনন মৃত্যুবরণ করেন।

১৯৯৫ সালের এই দিনে বেজিংয়ে ১৮০টি দেশের প্রতিনিধিদের নিয়ে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন শুরু হয়।

২০০৬ সালের এই দিনে অস্ট্রেলীয় প্রকৃতিবাদী ও টিভি ব্যক্তিত্ব স্টিভ আরউইন মৃত্যুবরণ করেন ।

২০১১ সালের এই দিনে বাংলাদেশী সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক অজিত রায় মৃত্যুবরণ করেন ।

এইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।