বাণী-বচন : ১৮ আগস্ট ২০১৯

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:০২ এএম, ১৮ আগস্ট ২০১৯

সম্মান
যে সম্মান করতে জানে না, সে কিছুই করতে জানে না।– টেনিসন
আমাকে আমার প্রজার প্রাপ্যতা অনুযায়ী সম্মান দাও। -ওভিড
বড়দের সম্মান কর, ছোটরা তোমাকে সম্মান করবে।–হযরত আলী (রা.)
যে না জেনে সম্মান দেখায় তার সম্মানে গর্ববোধ করার কিছু নেই।–স্যামুয়েল জনসন
মানুষের কল্যাণের জন্য করা প্রতিটি কাজই সম্মানজনক।–উইলিয়াম ওয়াটসন

বচন
পাঁচ শত মূর্খ লইয়া স্বর্গও না চাই,
পাঁচ জন পণ্ডিত লইয়া নরকেই যাই।
অর্থ : মূর্খের সংসর্গে স্বর্গও পরিত্যাজ্য, আর জ্ঞানীজনের সংসর্গে নরক যন্ত্রণাও বরণীয়-এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।