বাণী-বচন : ১১ আগস্ট ২০১৯

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৮ এএম, ১১ আগস্ট ২০১৯

বাণী:

বিপ্লব

বিপ্লব হল সভ্যতার লালাস্বরূপ। -ভিক্টর হুগো

মানুষ তখনই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে যখন সে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। -ডানিং

প্রত্যেকটি বিপ্লবেরই কিছু কুফল থাকে। -এডমন্ড বার্ক

বিপ্লব মানে আমূল পরিবর্তন। -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বিপ্লব তৈরি হয় না বিপ্লব ঘটে। - ওয়েনডেল ফিলিপস

বচন:

আখ আদা পুঁই
এ তিনটেতে রুই।

অর্থ : চৈত্র-জ্যৈষ্ঠে পুঁই রোপণ করা যায়। তবে চৈত্র মাসই উত্তম- এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।