জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে টেল প্লাস্টিকস এর পৃষ্ঠপোষকতায় ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক এর শিক্ষা ও যুব কার্যক্রম এর নতুন প্রকল্প 'জাতীয় পরিবেশ উৎসব'। আর এফ এল গ্রুপ এর অন্যতম প্লাস্টিক ব্র্যান্ড টেল প্লাস্টিক দেশব্যাপী ব্যবসা কার্যক্রম চালানোর পাশাপাশি পরিবেশের উন্নয়নের জন্য নানান ধরণের কাজ করে যাচ্ছে । পরিবেশ উন্নয়ন ফান্ড এর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে টেল প্লাস্টিক ও ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক আয়োজন করতে যাচ্ছে এই 'জাতীয় পরিবেশ উৎসব’।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে টেল প্লাস্টিকস এর পৃষ্ঠপোষকতায় ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক এর শিক্ষা ও যুব কার্যক্রম এর নতুন প্রকল্প 'জাতীয় পরিবেশ উৎসব'।
আগামী ১ অক্টোবর থেকে সুপারশপে কোনো পলিথিন শপিং ব্যাগ ও পলিপ্রপিলিনের ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদের দেওয়া যাবে...
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকার দেশের তরুণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী...
দেশের সার্বিক পরিবেশ ও বনের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)র সহযোগিতা কামনা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী...
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তরের নিয়ন্ত্রণে পরিচালিত দেশের সব সাফারি পার্ক...
ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক আয়োজিত জাতীয় পরিবেশ উৎসবের দ্বিতীয় আসরের জাতীয় পর্ব আয়োজিত হয়েছে। রাজধানীর ইন্ডিপেনডেন্ট...
একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয় (সিঙ্গেল ইউজ) প্লাস্টিকের এ ধরনের ব্যবহার বন্ধে...
বাংলাদেশে বছরে ৩ হাজার টন প্লাস্টিক উৎপাদন হয়। তার মধ্যে একটি বড় অংশের প্লাস্টিক বর্জ্য সমুদ্রসহ বিভিন্ন নদ-নদী, খাল-বিলে নিক্ষেপ করা হচ্ছে...
পরিবেশ শব্দের বিস্তৃতি বিশাল। আমাদের পরিবেশ হলো আকাশ-বাতাস, মাটি-পানি, গাছপালাসহ বড় এক দিগন্তের নাম...
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে টেল প্লাস্টিকস এর পৃষ্ঠপোষকতায় ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক এর শিক্ষা ও যুব কার্যক্রম এর নতুন প্রকল্প 'জাতীয় পরিবেশ উৎসব'।
# | সময় | বিভাগ |
---|---|---|
১ | ০৮:০০ এ.এম. - ০৯:০০ এ.এম. | রিপোর্টিং |
২ | ০৯:০০ এ.এম. - ০৯:৪০ এ.এম. | অলিম্পিয়াড |
৩ | ০৯:৫০ এ.এম. - ১০:২০ এ.এম. | কুইজ লিখিত |
৪ | ১০:৩০ এ.এম. - ১১:১০ এ.এম. | কেস সলভিং প্রতিযোগিতা |
৫ | ১১:২০ এ.এম. - ১২:৫০ পি.এম. | চিত্রাঙ্কন প্রতিযোগিতা |
৬ | ০২:০০ পি.এম. - ০৩:০০ পি.এম. | পুরস্কার বিতরণী |
আঞ্চলিক পর্ব ও জাতীয় পর্ব - এই দুইভাগে প্রতিযোগিতা সম্পন্ন হবে।
পরিবেশ অলিম্পিয়াড এটি পরিবেশ বিজ্ঞানের উপর একটি লিখিত পরীক্ষা। এই অলিম্পিয়াডে সব বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এককভাবে অংশ নিতে হবে। অলিম্পিয়াডের জন্য মোট নম্বর ১০০। পুরস্কারের জন্য যোগ্য হতে হলে একজন প্রতিযোগীকে অলিম্পিয়াডে কমপক্ষে ৬০% নাম্বার পেতে হবে। প্রতিটি বিভাগ থেকে সেরা ৩ জনকে পুরস্কারের জন্য বিবেচনা করা হবে এবং তারা জাতীয় পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে।
পাঠ্যক্রম/বিষয়: কৃষি, প্রাণী জীবন, বায়ুমণ্ডল, জলবায়ু পরিবর্তন, সংরক্ষণ, বন উজাড়, বিপন্ন প্রজাতি, ইকোট্যুরিজম, পরিবেশগত স্বাস্থ্য, শক্তি ও উৎস, বন ও জীববৈচিত্র্য, খাদ্য নিরাপত্তা, ভূ-মণ্ডল, বৈশ্বিক উষ্ণতা, গ্রীন বিজনেস, প্রাকৃতিক খনিজ শনাক্তকরণ, প্রাকৃতিক দুর্যোগ, স্থান পর্যবেক্ষণ এবং অন্বেষণ, দূষণ, প্রিসিপিটেশন , রিডিউস, রিইউজ, রিপেয়ার এন্ড রিসাইকেল, টেকসই উন্নয়ন লক্ষ্য, বর্জ্য ব্যবস্থাপনা, পানি।
এই সেগমেন্টে সব বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এককভাবে অংশ নিতে হবে। প্রতিটি বিভাগ থেকে সেরা তিনটি আইডিয়াকে পুরস্কৃত করা হবে এবং তারা জাতীয় পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে। সেগমেন্টের ১০ মিনিট আগে টপিক তৎক্ষনাৎ প্রদান করা হবে। পরিবেশগত সমস্যাগুলি সরবরাহ করা হবে যেগুলোর যথাযথ সমাধান প্রয়োজন। অংশগ্রহণকারীদের সেই সমস্যাগুলো সমাধানের জন্য সর্বোত্তম সমাধান প্রদান করতে হবে।
সব বিভাগের শিক্ষার্থীরা এই সেগমেন্টে অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি বিভাগ থেকে সেরা তিন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হবে এবং তারা জাতীয় পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে। এককভাবে অংশ নিতে হবে। আয়োজক কমিটি পেইন্টিংয়ের জন্য শুধুমাত্র ড্রয়িং পেপার (কার্টিজ পেপার) প্রদান করবে। অংশগ্রহণকারীদের তাদের নিজস্ব চিত্রাঙ্কন সরঞ্জাম আনতে হবে। চিত্রাঙ্কন সম্পন্ন করতে ১ ঘন্টা ৩০ মিনিট সময় দেয়া হবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয়-
সৃজনশীলতা, রঙের ব্যবহার, বিষয়ের প্রাসঙ্গিকতা ইত্যাদির উপর ভিত্তি করে নম্বর প্রদান করা হবে।
এককভাবে অংশ নিতে হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সিনিয়র ক্যাটাগরির শিক্ষার্থীরা এই সেগমেন্টে অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি বিভাগ থেকে সেরা তিনটি পোস্টার পুরস্কার এবং জাতীয় পর্বের জন্য নির্বাচিত হবে। ডিজিটাল পোস্টারের বিষয় পরিবেশের সাথে প্রাসঙ্গিক হতে হবে। অংশগ্রহণকারীরা রেজিস্ট্রেশন ফর্মের মাধ্যমে ডিজিটাল পোস্টার জমা দিতে পারেন অথবা সরাসরি নিমোক্ত ই-মেইলের মাধ্যমে জমা দিতে পারেন: [email protected]
অংশগ্রহণকারীদের অবশ্যই তাদের ফাইলের নাম লিখতে হবে নিম্নোক্ত ফরম্যাটে: Digitalposter_NEC2023_Name_Institute_Category_Contact Number
জুনিয়র, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি ও সিনিয়র ক্যাটাগরির শিক্ষার্থীরা এই সেগমেন্টে অংশগ্রহণ করতে পারবে। পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন থাকবে। ৪০ নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে। পরীক্ষার সময়সীমা ৩০ মিনিট। বহুনির্বাচনি(এমসিকিউ) পদ্ধতিতে প্রশ্ন করা হবে। প্রতিটি টীমকে পাস করার জন্য কমপক্ষে ৬০% নম্বর পেতে হবে। প্রতিটি বিভাগ থেকে সেরা টীম পুরস্কার এবং জাতীয় পর্বের জন্য নির্বাচিত হবে।
জুনিয়র, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সিনিয়র বিভাগের প্রতিযোগীরা এই সেগমেন্সটে রাসরি অংশগ্রহণ করতে পারবে। আঞ্চলিক রাউন্ডের দিনে রিপোর্ট করার সময় প্রকল্পটি জমা দিতে হবে।
শুধুমাত্র আঞ্চলিক পর্ব থেকে অলিম্পিয়াডে বিজয়ীরা এই বিভাগে অংশগ্রহণ করতে পারবে। এককভাবে অংশ নিতে হবে। অলিম্পিয়াডের জন্য মোট নম্বর ১০০। পুরস্কারের জন্য যোগ্য হতে হলে একজন প্রতিযোগীকে কমপক্ষে ৬০% নম্বর পেতে হবে। প্রতিটি বিভাগ থেকে সেরা ৩ জনকে পুরস্কারের জন্য নির্বাচন করা হবে।
শুধুমাত্র আঞ্চলিক রাউন্ড থেকে কেস সলভিং প্রতিযোগিতায় বিজয়ীরা এই সেগমেন্টে অংশগ্রহণ করতে পারবে। এককভাবে অংশ নিতে হবে। প্রতিটি বিভাগ থেকে সেরা তিনটি আইডিয়াকে পুরস্কৃত করা হবে। সেগমেন্টের ১০ মিনিট আগে তৎক্ষণাৎ টপিক প্রদান করা হবে। পরিবেশগত সমস্যাগুলি সরবরাহ করা হবে যেগুলোর যথাযথ সমাধান প্রয়োজন। অংশগ্রহণকারীদের সমস্যা সমাধানের জন্য সর্বোত্তম সমাধান প্রদান করতে হবে।
শুধুমাত্র আঞ্চলিক পর্ব থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীরা এই বিভাগে অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি বিভাগ থেকে সেরা তিন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হবে। আয়োজক কমিটি পেইন্টিংয়ের জন্য শুধুমাত্র ড্রয়িং পেপার (কার্টিজ পেপার) প্রদান করবে। অংশগ্রহণকারীদের তাদের নিজস্ব পেইন্টিং সরঞ্জাম আনতে হবে। তারা পেইন্টিং সম্পন্ন করতে ১ ঘন্টা ৩০ মিনিট সময় পাবেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয়-
সৃজনশীলতা, রঙের ব্যবহার, বিষয়ের প্রাসঙ্গিকতা ইত্যাদির উপর ভিত্তি করে নম্বর প্রদান করা হবে।
শুধুমাত্র আঞ্চলিক পর্ব থেকে নির্বাচিত দল এই সেগমেন্টে অংশগ্রহণ করতে পারবে। ২ টি রাউন্ডে এই সেগমেন্টটি অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে যার জন্য সময়সীমা থাকবে ৩০ মিনিট। বহুনির্বাচনি(এমসিকিউ) পদ্ধতিতে প্রশ্ন করা হবে। প্রতিটি দলকে পাস করার জন্য কমপক্ষে ৬০% নম্বর পেতে হবে। প্রতিটি বিভাগ থেকে সেরা ৪ টি দল দ্বিতীয়(বাজার) রাউন্ডের জন্য বিবেচিত হবে। দ্বিতীয় রাউন্ড থেকে প্রতিটি বিভাগ থেকে সেরা ২ টি দল পুরস্কারের জন্য বিবেচিত হবে।
জুনিয়র, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি ও সিনিয়র ক্যাটাগরির শিক্ষার্থীরা এই সেগমেন্টে অংশগ্রহণ করতে পারবে। পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন থাকবে। ৪০ নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে। পরীক্ষার সময়সীমা ৩০ মিনিট। বহুনির্বাচনি(এমসিকিউ) পদ্ধতিতে প্রশ্ন করা হবে। প্রতিটি টীমকে পাস করার জন্য কমপক্ষে ৬০% নম্বর পেতে হবে। প্রতিটি বিভাগ থেকে সেরা টীম পুরস্কার এবং জাতীয় পর্বের জন্য নির্বাচিত হবে।
শুধুমাত্র আঞ্চলিক পর্ব থেকে ডিজিটাল পোস্টার প্রতিযোগিতায় বিজয়ীরা এই সেগমেন্টে অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি বিভাগ থেকে সেরা তিনটি পোস্টার পুরস্কারের জন্য বিবেচিত হবে।
এটি একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রতিযোগিতা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সিনিয়র বিভাগের শিক্ষার্থীরা সরাসরি এই বিভাগে অংশগ্রহণ করতে পারবে। শিক্ষার্থীকে অবশ্যই তাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলটি প্রতিযোগিতার দিন ভেন্যুতে আনতে হবে এবং বিচারকদের সামনে সেই ফাইলটির উপর একটি উপস্থাপনা দিতে হবে।প্রতিটি বিভাগ থেকে সেরা তিনটি উপস্থাপনাকে পুরস্কৃত করা হবে। এককভাবে অংশ নিতে হবে।
বিষয়:
জুনিয়র, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সিনিয়র ক্যাটাগরির শিক্ষার্থীরা সরাসরি এই সেগমেন্টে অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি বিভাগ থেকে সেরা তিন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হবে। এককভাবে অংশ নিতে হবে। প্রত্যেক অংশগ্রহণকারীকে মাত্র তিন (০৩) মিনিট সময় দেওয়া হবে।
বক্তৃতার বিষয়:
বক্তৃতা দিতে হবে বাংলা অথবা ইংরেজিতে। বক্তৃতায় উভয় ভাষার মিশ্রণ না করাই ভালো। বিচারকরা বক্তৃতা, উপস্থাপনা, তথ্য, বিষয়ের প্রাসঙ্গিকতা ইত্যাদির উপর নির্ভর করে বিজয়ী নির্বাচন করবেন।
সকল বিভাগের শিক্ষার্থীরা এই বিভাগে সরাসরি অংশগ্রহণ করতে পারবে। দেয়াল পত্রিকাগুলোর জন্য স্ট্যান্ডার্ড সাইজ ৫'x৪' নির্ধারণ করা হয়েছে। তবে কেউ যদি উক্ত আকারের চেয়ে ছোট কিংবা বড় দেয়াল পত্রিকা জমা দিতে চাইলে সেটিও করতে পারবে। দেয়াল পত্রিকা জাতীয় পর্বের প্রতিযোগিতার দিন রিপোর্টিং বুথে জমা দিতে হবে। দেয়াল পত্রিকার জন্য কোন নির্দিষ্ট বিষয় নির্ধারণ করা হয়নি তবে বিষয় অবশ্যই পরিবেশের সাথে সম্পর্কিত হতে হবে। দেয়াল পত্রিকার সম্পূর্ণ নম্বর ১০০। শিরোনাম, সম্পাদকীয়, সৃজনশীলতা, রঙের ব্যবহার, নকশা, উপস্থাপনা, বিষয়, তথ্য, উপাত্ত, হাতের লেখা ইত্যাদির উপর ভিত্তি করে নম্বর প্রদান করা হবে।
শুধুমাত্র আঞ্চলিক রাউন্ড থেকে পরিবেশ সংক্রান্ত প্রকল্প প্রতিযোগিতায় বিজয়ীরা এই বিভাগে অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি বিভাগ থেকে সেরা তিনটি প্রকল্প পুরস্কারের জন্য বিবেচিত হবে।
রেজিস্ট্রেশন ফি: ৩০০ টাকামাত্র ৩০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে একজন প্রতিযোগী নিজের ক্যাটাগরি অনুযায়ী সবগুলো সেগমেন্টে অংশগ্রহণ করতে পারবে। অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই রেজিষ্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশনের শেষ সময়: ৬ই জুন, ২০২৩ (রাত ১০টা)
#রেজিস্ট্রেশন_করার_নিয়মাবলি১)অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি-
২)অফলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি
কোন অংশগ্রহণকারী উপরিউক্ত কোনটির জন্য দোষী সাব্যস্ত হলে তাকে ভেন্যু ত্যাগ করতে বাধ্য করা হবে। এ ক্ষেত্রে আয়োজক কর্তৃপক্ষ ও ভেন্যু কর্তৃপক্ষ প্রয়োজনে ওই অংশগ্রহণকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
#বিশেষ_দ্রষ্টব্য