জনপ্রিয় বাইক তৈরি বন্ধ করছে রয়্যাল এনফিল্ড
বছরজুড়ে অনেকগুলো মডেলের বাইক বাজারে এনেছে নির্মাতা সংস্থা। নতুন বছরের শুরুতেই ৩ বাইক আনার ঘোষণা দিয়েছে সংস্থা। রয়্যাল এনফিল্ড ক্লাসিক থেকে শুরু করে বুলেট অনেক মডেল এরই মধ্যে বাজারে রয়েছে। তবে এবার জনপ্রিয় একটি মডেল তৈরি বন্ধের ঘোষণা দিল সংস্থা।
রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০-র এই ভেরিয়েন্ট আর নতুন করে তৈরি করবে না সংস্থা। কোম্পানির বুলেট বাইকের জনপ্রিয়তা রয়েছে সারা বিশ্বে। বিশেষ করে যুবপ্রজন্ম এই বাইকগুলোকে প্রাইড রাইড হিসেবে বিবেচনা করে। কোম্পানির সবচেয়ে জনপ্রিয় বাইকের মধ্য়ে রয়েছে ক্ল্যাসিক ৩৫০, বুলেট ৩৫০, হিমালায়ন ৩৫০ এবং হান্টার ৩৫০।
বর্তমানে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তরুণদের প্রিয় বুলেট বাইকের মিলিটারি সিলভার শেড ভেরিয়েন্ট সরিয়ে দেওয়া হয়েছে। রয়্যাল এনফিল্ডের পক্ষ থেকে বলা হচ্ছে, কম চাহিদার কারণে কোম্পানি এই রঙের ভেরিয়েন্টটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
এই ভেরিয়েন্টটি গত বছর লঞ্চ করা হয়েছিল, যার দাম ভারতীয় বাজারে ছিল ১ লাখ ৭৯ হাজার রুপি। এই রঙের বিকল্প ছাড়াও মিলিটারি সিলভার ব্ল্যাক এবং মিলিটারি সিলভার রেড অপশন চালু করেছে কোম্পানি। এই বাইকটি সাধারণ বুলেট ৩৫০ বাইকের চেয়ে বেশি দামি ছিল। যে কারণে এটি এখন বন্ধ করা হয়েছে।
রয়্যাল এনফিল্ডের এই বাইকে একটি এয়ার-কুলড, ৩৪৯ সিসি সিঙ্গল-সিলিন্ডার জে-সিরিজ ইঞ্জিন রয়েছে, যা ৬১০০ আরপিএম-এ ২০.২ এইচপি শক্তি এবং ৪০০০ আরপিএম-এ ২৭এনএম টর্ক জেনারেট করে।
সূত্র: হিন্দুস্থান অটো
কেএসকে/জিকেএস