বিপিএল উপলক্ষে টেলিটকের বিশেষ ডাটা প্যাকেজ চালু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেড (টিবিএল) দুটি বিশেষ ডাটা প্যাকেজ চালু করেছে। প্যাকেজ দুটির নাম দেওয়া হয়েছে ‘তারুণ’ ও ‘অদম্য’।

সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকায় নিজ বাসভবনে এ দুটি বিশেষ ডাটা প্যাকেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

এসময় ডাক, টেলিযোগাযোগ বিভাগের সচিব ও টেলিটক পরিচালনা পর্ষদ সভার চেয়ারম্যান ড. মো. মুশফিকুর রহমান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী এবং টেলিটকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টেলিটক জানিয়েছে, ‘তারুণ্য’ প্যাকেজে রয়েছে ৯৭ টাকায় ৭ জিবি ডাটা, যার মেয়াদ ৩০ দিন। অন্যদিকে ‘অদম্য’ প্যাকেজে রয়েছে ২৮৩ টাকায় ৩০ জিবি ডাটা, যার মেয়াদ ৫০ দিন।

এএএইচ/এমএএইচ/

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।