হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বুঝবেন যেসব লক্ষণে
মেটার মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট নিয়ে আসছে। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই এই ব্যবস্থা। তবে হ্যাকারদের জন্য অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা মুশকিল।
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে নানান ফিচার যুক্ত করেছে। তারপরও হ্যাকাররা নানা উপায়ে হ্যাক করছে অ্যাকাউন্ট। কিছু লক্ষণে বুঝতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কি না-
>> খেয়াল করুন কোনো অজানা কন্টাক্ট আপনার চ্যাট লিস্টে আছে কি না। আগে ফোনে নম্বর সেভ করতে হয়। তারপর সেটা হোয়াটসঅ্যাপে আসে। কিন্তু ইউজার যদি আপনা আপনিই বিভিন্ন নম্বর হোয়াটসঅ্যাপে সেভ হতে দেখেন, তাহলে বুঝতে হবে অ্যাপ হ্যাক হয়েছে। নাহলে এমনটা হবে না।
>> অজানা কন্টাক্টের সঙ্গে চ্যাট যদি থাকে। ইউজার যদি নিজে কোনো মেসেজ না পাঠান, তাহলে তা বন্ধুবান্ধব বা পরিবারের কারো কাছে যাওয়া সম্ভব নয়। কন্টাক্টের সঙ্গে যদি আপনাআপনিই চ্যাট হয়, তাহলে সেটা হ্যাক হওয়ার লক্ষণ। কারণ অন্য কোনোভাবে কন্টাক্টের কাছে চ্যাট যাওয়ার সম্ভাবনা নেই।
>> যদি বারবার চেষ্টা করেও কেউ হোয়াটসঅ্যাপে লগ ইন করতে না পারেন, তাহলে সম্ভবত অন্য কেউ অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়েছে। তাহলে বুঝতে হবে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। আসলে যার অ্যাকাউন্ট তিনি আর লগ ইন করতে পারছেন না।
>> বারবার যদি আপনার ফোনে ভেরিফিকেশন কোড আসে। যদি দেখেন হোয়াটসঅ্যাপ বারবার ভেরিফিকেশন কোড পাঠাচ্ছে, তাহলে বিষয়টা অবহেলা করা উচিত নয়। কারণ স্বাভাবিক ক্ষেত্রে এমনটা হয় না। বুঝতে হবে, অ্যাকাউন্টে অন্য কেউ অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করছে। এটা তারই লক্ষণ। এই জন্যই বারবার ভেরিফিকেশন কোড আসছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে/জিকেএস