রাজধানীতে অর্ধশতাধিক ফ্রি ওয়াইফাই জোন


প্রকাশিত: ০১:০২ পিএম, ১১ মে ২০১৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) এর উদ্যোগে নগরীর ৫০টি গুরত্বপূর্ণ জনসমাগমস্থলে ফ্রি ওয়াইফাই জোন চালু হচ্ছে। ডিএসসিসি মেয়র সাঈদ খোকন ফ্রি ওয়াইফাই স্থাপন কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ১২টায় ঐতিহাসিক লালবাগের কেল্লায় প্রথম ওয়াই ফাই জোন উদ্বোধন করবেন।

ডিএসসিসির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জাগো নিউজকে এ খবরের সত্যতা স্বীকার করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ঘোষণার বাস্তবায়নের অংশ হিসেবে নগরবাসীর জন্য ফ্রি ইন্টারনেট সার্ভিস প্রদানের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ডিএসসিসির বিভিন্ন গুরত্বপূর্ণ স্থান যেমন আহসান মঞ্জিল, কার্জন হল, শিশু পার্ক, বলদা গার্ডেন ও মহানগর নাট্যমঞ্চসহ মোট ৫০টি স্থানে ফ্রি ওয়াইস্থই জোন স্থাপিত হবে। দর্শনার্থীদের কাছে স্মার্ট ফোন থাকলেই তারা স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট সংযোগ পেয়ে যাবেন।

এ ব্যাপারে জানতে চাইলে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার জানান, আগামীকাল (বৃহস্পতিবার) লালবাগ কেল্লায় ফ্রি ওয়াই ফাই জোন চালুর মাধ্যমে নগরীর গুরত্বপূর্ণ জনসমাগমস্থলে নগরবাসীর জন্য ইন্টারনেট সুবিধা প্রদানের প্রক্রিয়া শুরু হলো। পর্যায়ক্রমে ৫০টি স্পটে ফ্রি ওয়াই ফাই জোন চালু হবে বলে জানান তিনি।

এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।