অতিরিক্ত আলো বিচ্ছুরণরোধী নোবেল গ্লাস উদ্ভাবন


প্রকাশিত: ০৩:৩৬ এএম, ২১ জুলাই ২০১৪

অতিরিক্ত আলো বিচ্ছুরণরোধী গ্লাস উদ্ভাবন করলেন গবেষক ভ্যালেরিও প্রুনেরি ও প্রান্তিক মজুমদার। নোবেল গ্লাস নামের মোবাইল ডিভাইসে ব্যবহারযোগ্য গ্লাসটি ব্যবহারকারীর চোখের ওপর আলোর প্রভাব অনেকটাই কমিয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অতিরিক্ত মোবাইল ডিভাইস ব্যবহার অনেক সময় চোখের ক্ষতির কারণ হতে পারে। এ কারণে অনেক চলচ্চিত্রে অতিরিক্ত আলোর বিচ্ছুরণ যাতে না হয়, সে ব্যবস্থা নেয়া হয়। সেক্ষেত্রে চলচ্চিত্রটি কিনতে সংশ্লিষ্ট ব্যক্তিকে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হয়। কিন্তু সাম্প্রতিক এ নোবেল গ্লাসের মাধ্যমে পর্দায় দেখতে পাওয়া সব কিছুই নির্দিষ্ট মাত্রায় আলোকরশ্মি বিচ্ছুরণ করবে।

এতে একদিকে যেমন যে কোনো চলচ্চিত্র কিনতে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে না, অন্যদিকে ব্যবহারকারীর চোখও ভালো থাকবে। নতুন উদ্ভাবিত গ্লাসটি অতিরিক্ত আলোর বিচ্ছুরণরোধী হওয়ার পাশাপাশি পানিরোধীও হবে। এমনকি গ্লাসটি সাশ্রয়ী মূল্যের হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

অতিরিক্ত আলোর বিচ্ছুরণ রোধে এ পর্যন্ত অনেক পদক্ষেপ গ্রহণ করলেও কোনোটিই তেমন কার্যকর ভূমিকা রাখতে পারেনি। তবে বর্তমান প্রযুক্তিটি এ সমস্যা রোধে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে। মোবাইল ডিভাইসের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট সেবার পরিধিও বাড়ছে তাল মিলিয়ে। মোবাইল ডিভাইসের চাহিদা বাড়লেও বেশকিছু প্রতিবেদনে এ ডিভাইসগুলো ব্যবহারের অনেক নেতিবাচক তথ্য উঠে আসে। এর মধ্যে অন্যতম হচ্ছে চোখের সমস্যা। অতিরিক্ত মোবাইল ডিভাইস ব্যবহারের ফলে এখন পর্যন্ত অনেকেই চোখের সমস্যায় আক্রান্ত হয়েছেন। এ কারণে নতুন নোবেল গ্লাসের মতো প্রযুক্তি এ খাতে ইতিবাচক প্রভাব রাখবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। টেকটু

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।