ডিজিটাল অটোমেশনে টেকসেলবিডি আইকনিক ইভিনিং অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৬ এএম, ১১ অক্টোবর ২০২৪

ডিজিটাল অটোমেশনের মাধ্যমে দেশে পোশাক শিল্পের বিকাশ ঘটাতে কাজ করছে টেকসেলবিডি লিমিটেড। প্রতিষ্ঠানটি ২০১৯ সাল থেকে এ কার্যক্রম পরিচালনা করে আসছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে টেকসেলবিডি আইকনিক ইভিনিংয়ের আয়োজন করে টেকসেলবিডি লিমিটেড।

অনুষ্ঠানে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ভবিষ্যৎ এবং গার্মেন্টস অপারেশনে উৎপাদনশীলতার দক্ষতার প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনায় দেশের শীর্ষ গার্মেন্টস কর্মকর্তারা অংশ নেন।

এ সময় গার্মেন্টস সেক্টরে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বর্তমানে গার্মেন্টস সেক্টরের চলমান সমস্যা সমাধান ও ভবিষ্যতে দেশের শিল্পের প্রসার নিয়ে আলোচনা করেন বক্তারা। এ সময় ভিয়েতনামের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। যেখানে টেকসেলবিডি তাদের মেশিনারিজ ভিয়েতনামে বিক্রি করতে পারবে।

এ সময় টেকসেলবিডি লিমিটেডের চেয়ারম্যান আরিফুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক বাপ্পী কে রায়সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিটি/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।