একসঙ্গে দুটি ইয়ারবাড আনলো ফিনিক্স
ইনফিনিক্স, জনপ্রিয় স্মার্ট গ্যাজেট নির্মাতা সংস্থা। তারা স্মার্টফোনের পাশাপাশি একের পর এক ইয়ারবাড, স্মার্টওয়াচ আনছে বাজারে। একসঙ্গে এবার নতুন দুটি ইয়ারবাড আনলো ইনফিনিক্স। ইনফিনিক্স এক্সই২৭ এবং ইনফিনিক্স বাডস নিও।
ইনফিনিক্স এক্সই২৭ সংস্থার নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন। ১০ মিলিমিটারের ড্রাইভার্স রয়েছে এই ইয়ারফোনে। এছাড়াও রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। ২৫ ডেসিবেল পর্যন্ত এই ফিচার কাজ করবে।
সংস্থার দাবি একবার পুরো চার্জ দিলে ইনফিনিক্সের নতুন ইয়ারবাডসে প্রায় ২৮ ঘণ্টা ব্যাটারি লাইফ বজায় থাকবে, চার্জিং কেস সমেত। আরও একটি ওয়্যারলেস ইয়ারফোন লঞ্চ করেছে ইনফিনিক্স।
- আরও পড়ুন
দুই গেমিং ইয়ারবাডস আনলো বোল্ট
অন্যদিকে ইনফিনিক্স বাডস নিও তে থাকছে অসংখ্য নতুন ফিচার। ইনফিনিক্স এক্সই২৭ এবং ইনফিনিক্স বাডস নিও দুটো ইয়ারবাডসই ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলা এবং পানিতে সহজে নষ্ট হবে না। এই ইয়ারবাডটিতে টাচ কন্ট্রোল ফিচার দেওয়া হয়েছে।
ইনফিনিক্স এক্সই২৭ ওয়্যারলেস হেডফোন নীল এবং সাদা রঙে কেনা যাবে। ভারতীয় বাজারে ইয়ারবাডটির দাম ১ হাজার ৬৯৯ রুপি। এবং ইনফিনিক্স বাডস নিও ইয়ারবাডসের দাম ১ হাজার ৩৯৯ রুপি। ব্ল্যাক ফ্লেম এবং হোয়াইট পার্ল- এই দুই রঙে কেনা যাবে। সংস্থার অনলাইন স্টোর থেকে কিনতে পারবেন ইয়ারবাডগুলো।
সূত্র: গ্যাজেট ৩৬০
কেএসকে/এএসএম