আপনার ছোট্ট ভুলেই কমতে পারে বাইকের মাইলেজ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:২৬ পিএম, ১৫ আগস্ট ২০২৪

বাইকের ভালো মাইলেজ কেমন পাবেন তা অনেকটাই আপনার উপর নির্ভর করছে। ভালো মাইলেজ পেতে হলে বাইকের নিয়মিত সার্ভিসিং করা সবচেয়ে জরুরি। এছাড়া বাইক চালানোর সময় ছোট্ট ভুলগুলোর কারণে মাইলেজ কমতে পারে। এই ভুলগুলো এড়িয়ে চললে বাইকের মাইলেজ কমবে না বরং বাড়বে।

জেনে নিন সেসব-

১. ইঞ্জিন অয়েল নিয়ে অনেক সময় গড়িমসি করেন। মাইলেজ বাড়াতে সঠিক সময়ে বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে। একইভাবে পরিষ্কার রাখতে হবে এয়ার ফিল্টার।

২. মাইলেজ বেশি পাওয়ার জন্য সময়মতো বাইক সার্ভিসিং করা প্রয়োজন। অনেকেই ছোটোখাটো কোনো সমস্যা হলে খুব একটা গুরুত্ব দিই না। এর ফলে কমে যায় মাইলেজ।

৩. বাইকের টায়ার প্রেসার ঠিকঠাক রাখুন। ২ সপ্তাহ পর পর টায়ারে এয়ার প্রেসার চেক করুন। টায়ারে এয়ার প্রেসার কম থাকলে মাইলেজ কমে যায়।

৪. ফুয়েল স্টেশন থেকেই জ্বালানি নিন। গ্রাম থেকে শহরে ফুয়েল স্টেশনের পাশাপাশি রাস্তার মোড়ের দোকানেও পেট্রোল বিক্রি করা হয়। পেট্রোল কেনার সময় বিশ্বস্ত জায়গা থেকেই কেনা উচিত।

৫. নিয়মিত বাইক সার্ভিসিং করান। এতে বাইকের মাইলেজ তো ভালো পাবেন, সেই সঙ্গে অনেক বড় বড় সমস্যা থেকেও রেহাই পাবেন।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।