ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩:১২ পিএম, ৩১ জুলাই ২০২৪

মেটার মালিকানাধীন ফেসবুকে রয়েছে কয়েকশ কোটি ব্যবহারকারী। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। প্রায় সব বয়সী মানুষই ব্যবহার করছেন এই প্ল্যাটফর্মটি। সারাক্ষণ ফেসবুকে কোনো না কোনো ছবি, স্ট্যাটাস পোস্ট দিচ্ছেন।

শুধু সময় কাটানো নয়, অনেকের আয়ে উৎস ফেসবুক। ফেসবুকে পেজ খুলে অনেকেই ব্যবসা করছেন। যা থেকে মাসে লাখ লাখ টাকা আয় করতে পারছেন ঘরে বসেই। অনেক সময় সাইবার অপরাধীরা আইডি হ্যাক করে ব্ল্যাকমেইল করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। কিংবা আপনার আইডি ব্যবহার করছে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করতে।

কিছু ব্যাপারে খেয়াল করলেই বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না। অনেক সময় এমন হয় যে আপনার অ্যাকাউন্ট হ্যাক করে হ্যাকার পাসওয়ার্ড পরিবর্তন না করেই অ্যাকাউন্ট ব্যবহার করছে আপনার অজান্তেই। চলুন জেনে নেওয়া যাক কীভাবে বুঝবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না-

>> আপনার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি লগটি চেক করুন। অপরিচিত কোনো ডিভাইসে আপনার অ্যাকাউন্টটি লগইন করা কি না দেখন। যে ডিভাইসে ব্যবহার করছে তার বাইরে সব ডিভাইস লগআউট করে দিন।

>> ফেসবুকের লোকেশন হিস্ট্রি দেখুন। যেখান থেকে আপনার অ্যাকাউন্টটি লগইন করা হয়েছে তার হিস্ট্রি পাবেন। অপরিচিত কোনো জায়গা দেখলে বুঝে নিতে পারেন যে হ্যাকার কোন জায়গা থেকে আপনার আইডিটি ওপেন করেছে।

>> মেইল বা হোয়াটসঅ্যাপ চেক করুন। সেখানে ফেসবুক পাসওয়ার্ড রিকোভারির কোনো মেসেজ আছে কি না।

>> আপনার প্রোফাইল চেক করুন। কোনো সন্দেহ চোখে পড়ছে কি না দেখুন।

>> কোনো অজানা আইডি থেকে কমেন্ট বা মেসেজের নোটিফিকেশন আছে কি না খেয়াল রাখুন।

>> বন্ধু তালিকা দেখুন, অপরিচিত কেউ আছে কি না খেয়াল রাখুন।

>> আপনার নিজের সম্পর্কিত সব তথ্য ঠিক আছে কি না তা খেয়াল করুন। নাম, জন্মদিন, ই-মেইল ঠিকানা পরিবর্তিত হয়েছে ভালোভাবে দেখুন।

ফেসবুক অ্যাকাউন্ট এবং আপনার তথ্য সুরক্ষায় টু-ফ্যাক্টর ব্যবহার করুন। কাউকে নিজের পাসওয়ার্ড শেয়ার করবেন না। সেই সঙ্গে অ্যাকাউন্টের জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।

সূত্র: ফেসবুক, এফটিসি নেট

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।