ফেসবুক-টিকটক কবে খুলবে জানা যাবে বুধবার
ফেসবুক, টিকটকসহ বন্ধ থাকা সামাজিক যোগাযোগমাধ্যমগুলো কবে নাগাদ খুলবে তা বুধবার (৩১ জুলাই) জানা যাবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ কথা জানান।
বাংলাদেশে কবে নাগাদ ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম চালু হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীকাল বেলা ১১টার পরে জানাতে পারবো।’
১১টার পরে কেন- জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা টিকটক, ইউটিউব এবং ফেসবুককে ব্যাখ্যা প্রদানের জন্য মৌখিক এবং লিখিতভাবে উত্তর দেওয়ার জন্য চিঠি দিয়েছিলাম। সেখানে টিকটক জবাব দিয়েছে। তারা বলেছে আগামীকাল তারা উপস্থিত হয়ে লিখিত এবং মৌখিকভাবে জবাব দিতে চায়। আর ফেসবুক এবং ইউটিউবের পক্ষ থেকে এখন পর্যন্ত আমার জানামতে বিটিআরসিতে তারা কোনো উত্তর দেয়নি।’
আরও পড়ুন
- ফেসবুক খুলে দেওয়া নিয়ে যা বললেন পলক
- বাড়ছে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার
- ফেসবুক-টিকটকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীকাল যেহেতু আমরা সকাল ৯টা, ১০টা ও বেলা ১১টায় এই তিনটি প্রতিষ্ঠানকে বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য চিঠি দিয়েছি। তাই আগামীকাল বেলা ১১টার পর আমরা তাদের ব্যাখ্যা যদি পাই, সেটা বিশ্লেষণ করে আর যদি নাও পাই বিটিআরসিতে বসে আলোচনা সাপেক্ষে আমরা সেই সিদ্ধান্ত (খোলার বিষয়ে) জানাতে পারবো।’
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। গত রোববার মোবাইল ইন্টারনেট চালু করা হলেও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধই রয়েছে।
আরএমএম/ইএ/এএসএম