হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ের সময় বাবলের রং পরিবর্তন করা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:৪০ পিএম, ২৯ মে ২০২৪

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ অ্যাপ বদলে যাচ্ছে। মেটা সাইটটিতে নানান পরিবর্তন আনতে চলেছে। এরই মধ্যে একাধিক নতুন ডিজাইন যুক্ত হয়েছে সাইটটিতে। এবার হোয়াটসঅ্যাপে অন্যের প্রোফাইল ছবির স্ক্রিনশট নিতে পারবেন না।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে এবং নিরাপত্তা বাড়াতে বিভিন্ন ফিচার যুক্ত করছে। এবার নতুন আরও একটি ফিচার নিয়ে এলো সাইটটি। যার মাধ্যমে ব্যবহারকারীদের কথোপকথনের মধ্যে চ্যাট বাবলের রং কাস্টমাইজ করতে পারবেন।

আরও পড়ুন

ওয়েবিটাইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, হোয়াটসঅ্যাপ জানুয়ারিতে একটি ফিচারের পরীক্ষা শুরু করে যা বিটা ব্যবহারকারীদের পাঁচটি ভিন্ন রঙের পরিসর থেকে হোয়াটসঅ্যাপের আইওএস অ্যাপের প্রধান রঙের স্কিম নির্বাচন করার সুযোগ দেয়। নতুন বিটা ভার্সনে, যা অ্যাপলের টেস্টফ্লাইট অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের নির্বাচন করার জন্য উপলব্ধ।

মূল থিমের রঙের মতো, হোয়াটসঅ্যাপ সম্ভবত ব্যবহারকারীদের একটি পূর্বনির্ধারিত কালার সেট থেকে চ্যাট বাবলের রং নির্বাচন করার অনুমতি দেবে। প্রয়োজনীয় রঙের অ্যাক্সেসিবিলিটি বজায় রাখার জন্য হোয়াটসঅ্যাপ শুধু কয়েকটি নির্বাচিত রঙের অনুমতিই দিচ্ছে।

হোয়াটসঅ্যাপ আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেনি যে তারা কখন এই ফিচার ব্যবহারকারীদের জন্য উপলব্ধ করবে। তবে হোয়াটসঅ্যাপ আইওএস অ্যাপের জন্য ভবিষ্যতের আপডেটে এই ফিচারটি চালু করার পরিকল্পনা করছে। খুব শিগগির হয়তো সব ব্যবহারকারীরা এই ফিচার পাবেন।

আরও পড়ুন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।