এ সময় পুরোনো এসি কিনলে যেসব বিষয়ে খেয়াল রাখবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:০৬ পিএম, ০২ মে ২০২৪

তীব্র তাপ প্রবাহে নাকাল পুরো দেশের মানুষ। তাপমাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে। গরমে জনজীবন অতিষ্ঠ। একটু স্বস্তি পেতে ঘরে এসি ব্যবহার করছেন। অনেকেই বাজেটের কথা চিন্তা করে পুরোনো এসি কিনের কথা ভাবছেন।

তবে পুরোনো এসি কেনার সময় আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতেই হবে। পুরোনো এসি কেনার আগে কয়েকটি জিনিস দেখে নিতে হয়। সেগুলো যাচাই না করলে ঠকে যেতে পারেন। সেকেন্ড হ্যান্ড এসি কেনার আগে সবার আগে দেখবেন সেটি কোন সংস্থার। পরিচিত ও ব্র্যান্ডেড সংস্থার এসি না হলে কেনাটা ঠিক নয়।

১. এসি কেনার আগে বিল চেক করবেন। সেই এসি কতদিনের পুরোনো সেটা দেখে নেবেন। মেরামত করার প্রয়োজন হলে কোম্পানি থেকে সুবিধা পাবেন কি না সেটাও দেখে নেবেন।

২. এসির গ্যাস চেক করাবেন। ভবিষ্যতে গ্যাস লিক হলে সমস্যায় পড়তে পারেন। ইনভার্টার এসি কেনাটাই লাভজনক।

৩. এসির ফিল্টার স্ট্যাটাস চেক করবেন। খুব বেশি পুরনো ফিল্টার লাগানো এসি কেনা লাভজনক নয়।

৪. এসির স্টার রেটিং দেখে নেবেন। ফাইভ স্টার হলে কোনো সমস্যা নেই। নিদেনপক্ষে থ্রি স্টারের এসি হলেও ক্ষতি নেই।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।