ব্যাংকে সাইবার নিরাপত্তায় সহযোগিতা দিতে চায় বেসিস


প্রকাশিত: ০৮:০৪ এএম, ১৯ এপ্রিল ২০১৬

বাংলাদেশ ব্যাংককে সাইবার নিরাপত্তায় সহযোগিতা করতে চায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। এ বিষয়ে দক্ষ ও বিশ্বমানের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এ সহযোগিতা দেওয়া হবে। এছাড়া দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বেশ কিছু প্রস্তাবনাও দেওয়া হয়েছে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বেসিস সভাপতি শামীম আহসানের নেতৃত্বে প্রতিনিধি দলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস. এম. মনিরুজ্জামান, বেসিস মহাসচিব উত্তম কুমার পাল ও কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ।

এমএমজেড/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।