ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:০৬ পিএম, ১২ জানুয়ারি ২০২৪

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক। যেখানে প্রতি মুহূর্তে কয়েকশ কোটি মানুষ লগইন করছেন। অনেকেই আছেন ফোনে নিজের ফেসবুক অ্যাকাউন্টটি লগইন করে রাখেন। ফলে দীর্ঘদিন পাসওয়ার্ড না দিয়ে ভুলে যান। নতুন ফোন বা অন্য কোনো ডিভাইসে নিজের অ্যাকাউন্ট লগইন করতে পারেন না।

আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন খুব সহজে। আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি রিসেট করে নিতে পারেন। যদিও কিছুদিন পর পর পাসওয়ার্ড রিসেট করে নেওয়া ভালো, প্রযুক্তি বিশেষজ্ঞরা নিরাপত্তার জন্য তেমনই পরামর্শ দিয়ে থাকেন। জেনে নিন কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করবেন-

আরও পড়ুন: গোপনে ফোনে যা সার্চ করছেন সবই ট্র্যাক করছে ফেসবুক

>> প্রথমে আপনাকে www.facebook.com এ যেতে হবে। এর পর ফেসবুক লগইন পেজ খুলতে হবে।
>> তারপর আপনার ই-মেইল আইডি দিতে হবে। মনে রাখবেন, সেই ইমেলই দেবেন, যার পাসওয়ার্ড আপনার মনে আছে। তারপর ফরগট পাসওয়ার্ডে ক্লিক করুন।
>> এখন একটি নতুন স্ক্রিন খুলবে, যেখানে আপনাকে আপনার মেইল আইডি বা আপনার ফোন নম্বর লিখে ফেলতে হবে।
>> এবার আপনার সামনে একটি নতুন পেজ খুলবে, যাতে আপনি তিনটি অপশন দেখতে পাবেন। এর মধ্যে প্রথমটি থাকবে ইউজ গুগল অ্যাকাউন্ট, দ্বিতীয়টি সেন্ড কোড ভায়া ই-মেইল, তিন নম্বরে থাকবে সেন্ড কোড ভায়া মেসেজ। এর মধ্যে থেকেই আপনাকে একটি অপশন বেছে নিতে হবে।
>> আপনি যে অপশনটি বেছে নেবেন, আপনাকে সেখানেই একটি কোড দেওয়া হবে।
>> তারপরে সেই কোডটি স্ক্রিনে লিখতে হবে।
>> একটি নতুন পেজ খুলবে, যার মাধ্যমে আপনি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
>> এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করা হবে, যার মাধ্যমে আপনি সহজেই আপনার ফেসবুকে লগইন করতে পারবেন।

সূত্র: লাইফ ওয়্যার, ফেসবুক হেল্প সেন্টার

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।