ব্যবহৃত ফোন বিক্রির আগে যে কাজ অবশ্যই করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৩

বাজারে নতুন মডেলের ফোন এলে অনেকেই পুরোনো ব্যবহৃত ফোনটিকে বিক্রি করে দেন। কিংবা নতুন ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করেন। তবে যারা ব্যবহৃত ফোন বিক্রি করেন বা এক্সচেঞ্জ করেন তাদের বেশ কিছু বিষয়ে সতর্ক হতে হবে। জেনে নিন পুরোনো ফোন বিক্রির আগে কি করবেন-

>> ফোনে থাকা প্রতিটি অ্যাকাউন্ট লগ আউট করুন। ফোন ব্যবহার করার সময় আপনি নিশ্চয়ই জি-মেইল, ফেসবুক, টুইটার, প্লে স্টোর এবং অনেক অ্যাপে লগ ইন করেছিলেন। ফোন বিক্রি করার সময় আপনাকে অবশ্যই সব ধরনের অ্যাকাউন্ট লগ আউট করতে হবে।

>> প্রথমে ফোনের মাইক্রো এসডি কার্ড সরান। ফোনের জায়গা বাড়ানোর জন্য, অনেকে এসডি কার্ডও ইনস্টল করেন। ফোন বিক্রির সময় লোকজন এসবে মনোযোগ না দিয়ে কার্ডসহ ফোন বিক্রি করে। এমন পরিস্থিতিতে, আপনার ডাটা অন্য ব্যক্তির কাছে চয়ে যায়। ফোন বিক্রি করার সময় অবশ্যই মাইক্রো এসডি কার্ডটি সরিয়ে ফেলুন। এখানেই শেষ নয়, মেনে চলতে হবে আরও অনেক কিছু।

আরও পড়ুন: ফোন সার্ভিস সেন্টারে দেওয়ার আগে যা অবশ্যই করবেন 

>> ফোনটি বিক্রি করার আগে, এর সার্চ হিস্ট্রি মুছে ফেলতে ভুলবেন না। অর্থাৎ আপনার ওয়েব ব্রাউজার হিস্ট্রি, কল লগ ইতিহাস ইত্যাদি মুছে ফেলা উচিত। প্রয়োজনে ইউটিউব সার্চ হিস্ট্রিও মুছে ফেলুন।

>> আরও একটি কাজ করলে অনেকেই ভুলে যান। কিন্তু সেই ছোট কাজটিই বড় বিপদ ডেকে আনে। আপনি যখনই পুরোনো ফোনটি বিক্রি করবেন, তখন ব্যবহার করার সময় যে যে অতিরিক্ত অ্যাপ ফোনে নামিয়েছিলেন সেগুলোকে আনইনস্টল করে দেবেন।

>> ফোন রিসেট করতে ভুলবেন না। অর্থাৎ উপরের সব কাজ করার পর, এটি দেওয়ার আগে ফোনটি রিসেট করতে ভুলবেন না। ফোন রিসেট করলে ফোনটি একেবারে নতুনের মতো হয়ে যায়। এর মানে আপনার ফোনে যা কিছু ছিল, সবটাই মুছে যায়।

>> ফোন বিক্রি করার সময় আপনার আরও একদিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। আপনি কখন ফোনটি বিক্রি করেছেন, এটি কোন মডেলের ছিল, কার কাছে আপনি এটি বিক্রি করেছেন ইত্যাদি লিখতে ভুলবেন না।

সূত্র: গ্যাজেটস নাও

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।