ছোট্ট একটি কাজে পুরোনো স্মার্টওয়াচ হবে নতুন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ০৪ নভেম্বর ২০২৩

স্মার্টওয়াচের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। বাজারে নতুন নতুন স্মার্টওয়াচ আসছে প্রতিনিয়ত। নতুন স্মার্টওয়াচ আসলেই অনেকে পুরোনোটি আর ব্যবহার করেন না। নতুন স্মার্টওয়াচে অসংখ্য নতুন নতুন ফিচার যুক্ত থাকে। ফলে আপডেট ভার্সনটি কিনে নেন। তবে ছোট্ট একটি কাজেই কিন্তু পুরোনো স্মার্টওয়াচটিকে নতুন করে নেওয়া যায়।

এই সুযোগ দিচ্ছে জনপ্রিয় স্মার্ট গ্যাজেট নির্মাতা সংস্থা নাথিং। সংস্থার নতুন স্মার্টওয়াচের নাম সিএমএফ ওয়াচ প্রো। ডিভাইসটি তার প্রথম সফটওয়্যার আপডেট পেয়েছিল কয়েকদিন আগেই, যা ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও মজবুত করেছে। এবার নাথিং সিএমএফ ওয়াচ প্রো-এর দ্বিতীয় সফটওয়্যার আপডেটও রোলআউট করল সংস্থাটি, যার দ্বারা স্মার্টওয়াচটি আগের থেকে আরও উন্নত হয়েছে।

আরও পড়ুন: নতুন স্মার্টওয়াচ আনছে ওয়ানপ্লাস

নতুন আপডেটের নম্বর ১১.০.০.৪১। এই সফটওয়্যার আপডেট পেয়ে গেলে সিএমএফ ওয়াচ প্রো ব্যবহারকারীরা একাধিক নতুন ফিচার ব্যবহার করতে পারবেন। যেমন-ফিটনেস ফ্রিকরা এই স্মার্টওয়াচের সাহায্যে এখন আগের তুলনায় আরও নিখুঁত ডেটা পাবেন।

ল্যাঙ্গুয়েজ সেটিংসও রিভাইস করা হয়েছে। ওয়াচ সেটিংসে ল্যাঙ্গুয়েজের অর্ডার শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে সহজ ইউজার নেভিগেশনের জন্য। ডিফল্ট ডায়াল নিউমেরিক্যাল ডিসপ্লে এখন আরও উন্নত রিডেবিলিটি অফার করবে, যার দ্বারা ব্যবহারকারীরা খুব দ্রুততার সঙ্গে টাইম চেক করতে পারবেন।

ঘড়ির বেশ কিছু ফাংশান পেজ নতুন করে সাজানো হয়েছে। বেশ কিছু বাগ ফিক্স করা হয়েছে, ফলে ঘড়িটি এখন কোনো ল্যাগ ছাড়াই ব্যবহার করা যাবে। অন্যান্য ডিভাইসের সঙ্গে ঘড়িটি পেয়ার করা এখন আগের থেকে আরও সহজ হয়ে গেল। তার জন্য দেওয়া হয়েছে একটি আপডেটেড কিউআর কোড সিস্টেম।

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।