নতুন ম্যাকবুক প্রো আনলো অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:৩৪ পিএম, ০২ নভেম্বর ২০২৩

অ্যাপল নতুন ম্যাকবুক প্রো আনলো বাজারে। তবে এর ফিচারের জন্য নয়, সবচেয়ে বেশি আলোচনায় এর দাম। একটি মারুতি সুইফট গাড়ির চেয়েও দামি এই ম্যাকবুকটি। হবে না-ই বা কেন। ম্যাকবুক প্রো-তে ব্যবহারকারীদের জন্য থাকছে অসংখ্য ফিচার।

এই ল্যাপটপে অত্যাধুনিক এম৩ প্রসেসর যোগ করেছে সংস্থা। ফলে কম্পিউটারের দাম হাঁকিয়েছে ৭ লাখ ৬৭ হাজার টাকারও বেশি। যে দামে অনায়াসেই একটি ব্র্যান্ড নিউ মারুতি সুজুকি সুইফট গাড়ি কিনে ফেলা যায়।

আরও পড়ুন: হ্যাকারের হাত থেকে আইফোন সুরক্ষিত রাখার ৫ উপায় 

তবে ব্যবহারকারীদের এই ম্যাকবুকটি কাস্টমাইজ করে নেওয়ারও সুযোগ রয়েছে। ফলে কম টাকায়ও ম্যাকবুক প্রো নিজের করে নিতে পারবেন। যদি বেস মডেল কিনতে চান তাহলে তাকে খরচ করতে হবে মাত্র ৩ লাখ ৯৯ হাজার টাকা। যেখানে থাকবে ৪৮জিবি র‍্যাম এবং ১টিবি স্টোরেজ।

এই ল্যাপটপে আরও বেশ কিছু কাস্টমাইজেশনের সুবিধাও রেখেছে সংস্থা। যারা একটু বেশি পারফরম্যান্স চান তারা নিতে পারেন ১৬ ইঞ্চি স্ক্রিনের ১২৮জিবি র‍্যাম সম্পন্ন ম্যাকবুক। যার জন্য ১ লাখ টাকা বেশি খরচ করতে হবে।

১২৮জিবি ভেরিয়েন্টের দাম পড়বে ৪ লাখ ৯৯ হাজার টাকা। এখানেই শেষ নয়, কেউ যদি স্টোরেজ আরেকটু বাড়াতে চান, তাহলে ৮টিবি এসএসডি স্টোরেজের ভার্সন নিতে পারবেন। যার জন্য আবার অতিরিক্ত ২ লাখ ২ হাজার টাকা খরচ করতে হবে। এক্ষেত্রে দাম পড়বে ৭ লাখ ১৯ হাজার টাকা।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।